নয়াদিল্লি: আধার নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। একইসঙ্গে তিনি দাবি করেছেন, এক্ষেত্রে কংগ্রেসের অবস্থা শোচনীয় হয়ে গিয়েছে। আজ সুপ্রিম কোর্টের রায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেটলি বলেছেন, ‘আমি পুরো রায় খতিয়ে দেখিনি। তবে আমি এই রায় যেটুকু বুঝেছি সেটা আপনাদের বলতে পারি। ৫৭ নম্বর ধারায় বলা হয়, অন্য কোনও সংস্থাকে আধার ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে। এই ধারা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমার মনে হচ্ছে, বিচারপতিরা বলতে চেয়েছেন, আইন না করে অন্য কোনও সংস্থাকে আধার ব্যবহারের ক্ষমতা দেওয়া যায় না।’
আজ সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, আধারের সাংবিধানিক বৈধতা থাকলেও, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল ফোনের সংযোগের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। এ বিষয়ে প্রশ্নের জবাবে জেটলি বলেছেন, ‘আমি আগে পুরো রায় পড়ে দেখি, তারপর এ বিষয়ে মন্তব্য করব। দু-তিনটি ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেগুলি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে না কি আইনি সংস্থান নেই বলে নিষিদ্ধ করা হয়েছে সেটা জানতে হবে।’
কংগ্রেসকে আক্রমণ করে জেটলি বলেছেন, ‘কংগ্রেসের অবস্থা শোচনীয় হয়ে গিয়েছে। কংগ্রেসই আধার চালু করেছিল। কিন্তু ঠিক কী করতে হবে জানত না। ওদের খসড়ায় আধার কার্ডের কথা বলা হলেও, সেটি কী কাজে ব্যবহার করা হবে, সেটা শুরু থেকেই অস্পষ্ট ছিল। এখন সবাই জানে, নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহারের জন্য আধার কার্ড দরকার।’
কেন্দ্রীয় আইন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদও আধার নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিরোধীদের আক্রমণ করে বলেছেন, ‘সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে। এই রায়ের মাধ্যমে আধারের ধারণাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই রায়কে স্বাগত জানাচ্ছি। কিছু লোক সবসময়ই নতুন ধারণার বিরোধিতা করে। তবে সমাজের মূলস্রোতের মানুষ পরিবর্তন মেনে নেবেন এটা আশা করাই যায়। বিরোধীরা প্রযুক্তির বিরোধিতা করতেই পারেন, তবে উপেক্ষা করতে পারবেন না।’
আধার নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঐতিহাসিক, কংগ্রেসের অবস্থা শোচনীয়, দাবি জেটলির
Web Desk, ABP Ananda
Updated at:
26 Sep 2018 07:49 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -