মাদুরাই: মকরসংক্রান্তির পুণ্য লগ্নেই দক্ষিণ ভারতে শুরু হয় পোঙ্গল। সেই সঙ্গে মাদুরাইতে শুরু হল বিখ্যাত জাল্লিকাট্টু খেলা। এই প্রতিযোগিতা বিশ্বখ্যাত। ষাঁড় দৌড় খেলা বহু চলচ্চিত্রেও দেখানো হয়েছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

এবছর ২ হাজারেরও বেশি ষাঁড় অংশ নিচ্ছে জাল্লিকাট্টুতে। অভনিয়াপুরমে ৭৩০টি, অলঙ্গনল্লুরে ৭০০টি, পলমেদুতে ৬৫০টি ষাঁড় এই খেলা খেলছে। প্রতিযোগিতার আয়োজনের উপর নজর রাখতে মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ দায়িত্ব দিয়েছে প্রাক্তন বিচারপতি সি মানিকমকে। মাদুরাইতে জাল্লিকাট্টু প্রতিযোগিতা স্থল পরিদর্শন করে তিনি জানিয়েছেন, এক-একটি দলে ৭৫ জনকে রাখা হয়েছে। ৬০টি করে ষাঁড় ছাড়া হবে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই প্রতিযোগিতায় আঘাত পাওয়ার ঘটনা ঘটে অহরহই। তাই ব্যবস্থা রাখা হয়েছে শতাধিক অ্যাম্বুলেন্সেরও।