শ্রীনগর: তুষারপাতের কারণে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। অন্তঃসত্ত্বা মহিলার অবস্থা ক্রমশঃ সঙ্কটজনক হয়ে পড়ছিল। এই সময় তাঁকে সাহায্য করার জন্য এগিয়ে এল সেনাবাহিনী। গাড়িতেই সন্তানের জন্ম দিলেন ওই মহিলা। স্বস্তির নিঃশ্বাস ফেললেন সবাই।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায়। ভোরবেলা ভারতীয় সেনাবাহিনীর কালারুস কোম্পানির কম্যান্ডারকে ফোন করে সাহায্য চান এক আশাকর্মী। তিনি জানান, এক অন্তঃসত্ত্বা মহিলাকে নারিকুট হাসপাতালে নিয়ে যেতে হবে। তুষারপাতের কারণে অ্যাম্বুল্যান্সে করে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণে সেনার সাহায্য চাই।
এই ফোন পেয়েই তৎপর হয় সেনাবাহিনী। একটি গাড়িতে করে মেডিক্যাল টিম পাঠানো হয়। ওই গাড়িতে করেই অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সেই সময় তাঁর সঙ্গে থাকা আশাকর্মী সেনাবাহিনীর মেডিক্যাল টিমকে জানান, অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নেই। পথেই প্রসবের ব্যবস্থা করতে হবে। সে কথা শুনেই সেনাবাহিনীর মেডিক্যাল টিমের সদস্যরা পথের একপাশে গাড়ি দাঁড় করান। মেডিক্যাল টিমের সাহায্যে প্রসব করান আশাকর্মী। কন্যাসন্তানের জন্ম দেন ওই মহিলা।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মা ও সন্তান দু’জনেই সুস্থ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালারুস কোম্পানির কম্যান্ডার ওই পরিবারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সদ্যোজাতর জন্য উপহারও দিয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে ওই আশাকর্মীকে সংবর্ধিত করা হয়েছে। তাঁর সাহস, কঠিন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সেনাবাহিনীর মেডিক্যাল টিমের উপর ভরসা রাখার প্রশংসা করা হয়েছে।
কুপওয়ারা সহ জম্মু ও কাশ্মীরে এখন শৈত্যপ্রবাহ চলছে। তাপমাত্রা হিমাঙ্কের নীচে। প্রচণ্ড তুষারপাত হচ্ছে। ফলে দুর্ঘটনাও ঘটছে। গতকাল সকালে ৭.১০ মিনিট নাগাদ কুপওয়ারায় একটি গাড়ি সেতু থেকে ছিটকে পড়ে নালায়। এই দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে সেনাবাহিনীর রোড ওপেনিং পার্টি। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকার্যে হাত লাগান। প্রচণ্ড ঠান্ডা সত্ত্বেও বুট ও গ্লাভস খুলে জলে ঝাঁপিয়ে পড়েন সেনাকর্মীরা। তাঁরা ওই গাড়িতে থাকা ব্যক্তিদের উদ্ধার করেন। গাড়িটিতে ছিলেন তিনজন পুরুষ ও দুই মহিলা। গাড়িটির দরজা ও উইন্ডশিল্ড ভেঙে তাঁদের উদ্ধার করা হয়। এরপর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত উদ্ধারকার্যে ঝাঁপানোর জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন আহত ব্যক্তিরা।
Jammu and Kashmir: তুষারপাতের মধ্যেই অ্যাম্বুল্যান্স নিয়ে গেল সেনাবাহিনী, গাড়িতেই সন্তান প্রসব কাশ্মীরের মহিলার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Feb 2021 06:32 PM (IST)
Indian Army helps civilians in Jammu and Kashmir. | মা ও সন্তান সুস্থ। ভর্তি করা হয়েছে হাসপাতালে।
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -