শ্রীনগর: ভূ-স্বর্গে ফের জঙ্গি হামলা। প্রাণ হারালেন দুই সিআরপিএফ জওয়ান। গুরুতর আহত হয়েছেন দু’জন। এছাড়া আরও দু’জন সাধারণ মানুষ এই জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন।


আজ এই জঙ্গি হামলা হয়েছে উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সোপোর শহরের আরামপোরা অঞ্চলে। পুলিশ সূত্রে খবর, আজ সোপোর শহরের প্রধান বাজারে পুলিশ ও সিআরপিএফ-এর যৌথবাহিনীর উপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। এরপরেই গোটা অঞ্চল ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তারা ওই অঞ্চলেই লুকিয়ে আছে বলে সন্দেহ নিরাপত্তারক্ষীদের। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, কাশ্মীরের আইজি বিজয় কুমার জানিয়েছেন, ‘এই হামলার পিছনে আছে লস্কর-ই-তইবা।’


পুলিশ সূত্রে খবর, আজ বেলা ১২টা নাগাদ এই জঙ্গি হামলা হয়। সোপোরের জনবহুল অঞ্চলে হঠাৎই যৌথবাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত এক পুলিশকর্মীকে ভারতীয় সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ট্যুইট করে এই জঙ্গি হামলার নিন্দা করেছেন। তিনি লিখেছেন, ‘সোপোর থেকে ভয়ঙ্কর খবর আসছে। এই ধরনের হামলা অবশ্যই নিন্দার। আহতদের জন্য প্রার্থনা করছি এবং যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’


জম্মু ও কাশ্মীর পিপল’স কনফারেন্সের এক মুখপাত্র এই জঙ্গি হামলার নিন্দা করে বলেছেন, ‘এই হামলা কাপুরুষোচিত। নির্বোধের মতো হামলা চালিয়েছে জঙ্গিরা। যাঁরা এই হামলায় প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমাদের সমবেদনা জানাই। আমরা সবার জন্য প্রার্থনা করছি। আমরা শোকগ্রস্ত পরিবারগুলির পাশে আছি। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি।’


কিছুদিন আগেই সোপোরের ওয়ারপোরা অঞ্চলে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই হয়। ২-৩ জন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালান নিরাপত্তারক্ষীরা। তখন তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তারক্ষীরাও পাল্টা জবাব দেন। একইদিনে শোপিয়ান জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে এক জঙ্গি নিহত হয়।