গতকালই পুলওয়ামায় সেনা কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই হামলায় দুই সেনা জওয়ান প্রাণ হারান। দু’জন সাধারণ মানুষ জখম হন। আজ ফের রক্তাক্ত হয়ে উঠল এই অঞ্চল। পুলওয়ামায় থানায় গ্রেনেড হামলা, জখম ৮
Web Desk, ABP Ananda | 18 Jun 2019 09:51 PM (IST)
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘তিনজনের আঘাত গুরুতর। তাঁদের শ্রীনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ফের জঙ্গি হামলা। এবার থানায় গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা। গ্রেনেডটি থানার বাইরের রাস্তায় ফেটে যায়। ফলে অন্তত আটজন পথচারী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই হামলার পরেই ওই অঞ্চল ঘিরে ফেলে হামলাকারীদের খোঁজ শুরু করেছেন নিরাপত্তারক্ষীরা। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘তিনজনের আঘাত গুরুতর। তাঁদের শ্রীনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’