নয়াদিল্লি: নীতি আয়োগের বৈঠকে যাননি। নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানেও গরহাজির ছিলেন। এবার সারা দেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোটের আয়োজনের ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা বৈঠকেও না যাওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী আগামীকাল বৈঠকটি ডেকেছেন। ‘এক দেশ, এক নির্বাচন’ প্রস্তাব সহ একাধিক ইস্যুতে তিনি সব দলের সভাপতিদের বক্তব্য শুনতে চেয়ে কাল তাঁদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে ২০২২ সালে দেশের স্বাধীনতাপ্রাপ্তির ৭৫তম বর্ষপূর্তি, চলতি বছরে মহাত্মা গাঁধীর ১৫০-তম জন্মবার্ষিকী পালন নিয়েও আলোচনা হওয়ার কথা। লোকসভা বা রাজ্যসভায় অন্তত একজন প্রতিনিধি আছেন, এমন দলগুলি ডাক পেয়েছে। আগামীকালের আলোচনার পর ২০ জুন ডিনার বৈঠকও হবে।
বর্তমান লোকসভায় ২২ জন তৃণমূল এমপি। চতুর্থ সববৃহত্ দল তারা। ওয়াইএসআর কংগ্রেসেরও ২২ জন সাংসদ নিম্নকক্ষে। বিজেপি সবচেয়ে বড় দল। তাদের সাংসদ ৩০৩ জন। কংগ্রেস ও ডিএমকের শক্তি যথাক্রমে ৫২ ও ২৩।
মমতা কেন্দ্রীয় সংসদীয় বিষয় সংক্রান্ত মন্ত্রী প্রহ্লাদ জোশীকে চিঠি লিখে বলেছেন, ‘এক দেশ, এক নির্বাচন’ বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত আলোচনা প্রয়োজন। এত অল্প সময়ে এমন একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক প্রতিক্রিয়া দেওয়া তার প্রতি যথাযথ, ন্যয়বিচার ও সঙ্গত হবে না। সংবিধান বিশারদ, নির্বাচন সংক্রান্ত বিশেষজ্ঞ ও সর্বোপরি দলের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা হওয়া দরকার। বিষয়টি নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ার আগে আমি সব রাজনৈতিক দলকে এ ব্যাপারে শ্বেতপত্র পাঠাতে আবেদন করছি। যথেষ্ট সময় দিয়ে তাদের মতামত চাওয়া হোক। একমাত্র এটা করলেই আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক বক্তব্য, ভাবনাচিন্তা, প্রস্তাব দিতে পারব।
রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠিতে আরও লিখেছেন, উন্নয়নমুখী জেলাগুলির সমৃদ্ধি সম্পর্কে তাঁর দল ইতিমধ্যেই জানিয়েছে যে, তারা হাতেগোনা কয়েকটা জেলা বেছে নেওয়ার পক্ষপাতী নয়। কেননা তাতে রাজ্যের সবকটি জেলার সমান, ভারসাম্যমুখী উন্নয়নের লক্ষ্য পূরণের সঙ্গে মানানসই হবে না। আমাদের রাজ্য সব জেলার সমান সামাজিক, আর্থিক বিকাশের পক্ষপাতী যাতে আঞ্চলিক ভারসাম্যের ঘাটতি না হয়।
মহাত্মার ১৫০ তম জন্মবার্ষিকী ও স্বাধীনতা লাভের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানেও তাঁর দল পুরোদমে সামিল হবে বলে জানান মমতা। তবে একইসঙ্গে চিঠিতে লেখেন, সংসদের কাজকর্ম সফল হওয়ার পন্থা আরও ভাল করার জন্য সংসদীয় মন্ত্রক সব দলের সঙ্গে কথা বলে দেখতে পারে। সব দল মিলে যে সিদ্ধান্ত নেবে, আমরা সহমত হব।
‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে কাল মোদির ডাকা বৈঠকে যাচ্ছেন না, তড়িঘড়ি কিছু না করে শ্বেতপত্র পাঠান, চিঠিতে বললেন মমতা
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jun 2019 07:10 PM (IST)
মমতা কেন্দ্রীয় সংসদীয় বিষয় সংক্রান্ত মন্ত্রী প্রহ্লাদ জোশীকে চিঠি লিখে বলেছেন, ‘এক দেশ, এক নির্বাচন’ বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত আলোচনা প্রয়োজন। এত অল্প সময়ে এমন একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক প্রতিক্রিয়া দেওয়া তার প্রতি যথাযথ, ন্যয়বিচার ও সঙ্গত হবে না।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -