নয়াদিল্লি: জেইই মেনের তৃতীয় দফার (session 3) ফলাফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। jeemain.nta.nic.in এ দেখা যাচ্ছে ফলাফল। ছাত্রছাত্রীদের সুবিদার্থে ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। যদিও যান্ত্রিক সমস্যার কারণে পরীক্ষার্থীর লিঙ্কে ঢুকতে অসুবিধে হচ্ছে। একসঙ্গে পরীক্ষার্থীরা সাইটে ঢোকায় ওয়েবসাইট বসে গিয়েছে বলে খবর। 


উল্লেখ্য, এই প্রথম বার বছরে ৪ বার JEE MAIN পরীক্ষা হয়েছে।  প্রায় ৭.০৯ জন ছাত্রছাত্রী এ বছর পরীক্ষায় বসেছিল। পরীক্ষা হয়েছিল গত ২৭ জুলাই। বিশেষজ্ঞদের মতে চলতি বছর বেশ সহজই হয়েছিল প্রশ্নপত্র। যে সমস্ত পড়ুয়া লকডাউনে ভালভাবে প্রস্তুতি নিয়েছে, তাঁরা সহজেই পরীক্ষায় ভাল নম্বর তুলতে সক্ষম হবে। 


কীভাবে দেখবেন রেজাল্ট


Step 1: অফিসিয়াল ওয়েবসাইটে যান
Step 2: রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন
Step 3: ক্রেডেনশিয়াল ব্যবহার করে লগইন করুন
Step 4: এবার রেজাল্ট দেখুন। প্রয়োজনে ডাউনলোড করে রাখুন


১৫ জুলাই জেইই মেইনের পরিবর্তিত সূচি প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ২০২১-এর জেইই মেইন পরীক্ষার তৃতীয় এবং চতুর্থ সেশনের মধ্যে কিছুটা ব্যবধান থাকবে। এ দিন অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।


এর আগে চতুর্থ জেইই মে সেশন ২০২১-এর পরীক্ষা ২৭ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত হওয়ার কথা ছিল, যা পিছিয়ে দেওয়া হয়। তবে এনটিএ তৃতীয় জেইই মেন এপ্রিল সেশন  ২০২১ পরীক্ষা নির্ধারিত সূচী অনুযায়ী আগামী ২০ জুলাই থেকে ২৫ জুলাই আয়োজন করে।  জেইই মেন ২০২১-এর চতুর্থ সেশনের পরীক্ষা হয়েছে আগামী ২৬, ২৭, ৩১ আগস্ট ও ১, ২ সেপ্টেম্বর।  তৃতীয় ও চতুর্থ সেশনের মধ্যে ব্যবধান বজায় রাখতে চতুর্থ সেশনের সূচী বদল করা হয়েছে। 


এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি এ বছর জেইই মেন পরীক্ষা চারটি সেশনে আয়োজনের সিদ্ধান্ত নেয়। প্রথম সেশন হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় সেশনের আয়োজন করা হয়েছিল গত ১৫ থেকে ১৮ মার্চ। জেইই মেন পরীক্ষা ১৩ ভাষায় হয়। এগুলি হল অসমিয়া, বাংলা, কন্নড়, মালায়ালাম, মরাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলগু, উর্দু, হিন্দি, ইংরেজি ও গুজরাতি।