নয়াদিল্লি: বকেয়া বেতন ও আপৎকালীন ভিত্তিতে তহবিল তৈরির দাবি জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিল সদ্য বন্ধ হয়ে যাওয়া বিমান সংস্থা জেট এয়ারওয়েজের কর্মীদের দু’টি সংগঠন। চিঠিতে লেখা হয়েছে, ‘আমাদের আবেদন, জরুরি ভিত্তিতে বর্তমান অবস্থার বিচার করা হোক এবং জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষকে সমস্যায় পড়া কর্মীদের সব বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হোক। এখন প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। তাই আপৎকালীন ভিত্তিতে তহবিল তৈরি করা হোক।’
বুধবার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে জেট এয়ারওয়েজ। এই সংস্থায় ২৩,০০০ কর্মী আছেন। পাইলট সহ সব কর্মীরই বেতন বকেয়া। ফলে চরম সমস্যায় পড়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে কোনও উপায় না দেখে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলেন জেটের কর্মীরা।
বকেয়া বেতন, আপৎকালীন তহবিলের দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে চিঠি জেট এয়ারওয়েজের কর্মীদের
Web Desk, ABP Ananda
Updated at:
20 Apr 2019 08:31 PM (IST)
বুধবার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে জেট এয়ারওয়েজ। এই সংস্থায় ২৩,০০০ কর্মী আছেন। পাইলট সহ সব কর্মীরই বেতন বকেয়া।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -