জয়পুর: বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকার বাড়িতে গিয়ে তাঁকে ছুরি মেরে খুন করল এক যুবক। সে ওই তরুণীর মায়ের উপরেও হামলা চালায়। প্রথমে পালিয়ে যেতে পারলেও, পরে ধরা পড়ে যায় সে। চাঞ্চল্যকর এই ঘটনা রাজস্থানের জয়পুরের।

গলতা গেট থানার স্টেশন হাউস অফিসার ধর্মরাজ চৌধুরী জানিয়েছেন, ‘খুন হওয়া তরুণীর নাম খুশনসিবা বানো (২১)। তাঁর মা আখতার বানো। আক্রমণকারী শাকিল খান খুশনসিবার পূর্বপরিচিত। এই তরুণীকে বিয়ে করতে চাইছিল শাকিল। কিন্তু তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন খুশনসিবা। এতেই রেগে গিয়ে তাঁদের বাড়িতে গিয়ে ছুরি মারে শাকিল। পরে হাসপাতালে ওই তরুণীর মৃত্যু হয়। আখতার যখন তাঁর মেয়েকে বাঁচাতে আসেন, তখন তাঁর উপরেও হামলা চালায় শাকিল। ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন বিপদমুক্ত। শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও, পরে তাকে গ্রেফতার করা হয়েছে।’