শ্রীনগর: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট প্রতিনিধিদলের কাশ্মীর সফর চলাকালেই জঙ্গি হামলা। পুলওয়ামার ড্রাবগাম এলাকায় একটি স্কুলের বাইরে সিআরপিএফের বাঙ্কার টার্গেট করে গুলি সন্ত্রাসবাদীদের। সেসময় স্কুলে দশম শ্রেণির পরীক্ষা চলছিল। যদিও কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। সূত্রের খবর, জঙ্গিরা ৬-৭ রাউন্ড গুলি চালায়। স্থানীয় পুলিশের পাশাপাশি আধাসামরিক বাহিনীর জওয়ানরা স্কুল পাহারা দিচ্ছিলেন। তারাও পাল্টা গুলি চালায় বলে জানিয়েছেন জনৈক পুলিশ অফিসার। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে বলে সিআরপিএফকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা। এদিন সীমান্তের ওপার থেকে যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তানও গোলাগুলি চালিয়েছে। অন্যদিকে শ্রীনগর ও আরও কিছু জায়গায় স্বাভাবিক জনজীবন স্তব্ধ থাকার মধ্যেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হিংসাত্মক চেহারা নেয়। জখম হয়েছে অন্তত চারজন। ২৩ ইউরোপীয় ইউনিয়ন এমপির দলটি আজই সকালে শ্রীনগর এসে পৌঁছয়। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখাই তাদেরর সফরের উদ্দেশ্য। পুলিশ জানিয়েছে, দলটি পৌঁছনোর পর শ্রীনগরের অনেক জায়গা সহ গোটা কাশ্মীরের একাধিক এলাকায় জনতা-নিরাপত্তাবাহিনীর খন্ডযুদ্ধ হয়।
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ও রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত এলাকায় ভেঙে দুটুকরো করার সিদ্ধান্ত ঘোষণার পর আজ টানা ৮৬দিন ধরে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত রয়েছে কাশ্মীরে। বন্ধ রয়েছে দোকানপাট। সংঘর্ষের জেরে যানবাহন রাস্তাঘাট থেকে উধাও হয়ে যায়। গত ২ মাস ধরে যে দোকানীরা পসরা সাজিয়ে বসেছেন, আজ তাঁরাও দোকান খোলেননি। যদিও দশম শ্রেণির বোর্ড পরীক্ষা হয়েছে পূর্ব ঘোষিত কর্মসূচি মতোই। স্কুলের বাইরে উদ্বিগ্ন মুখে অপেক্ষা করতে দেখা যায় অভিভাবকদের। তাঁদের কারও কারও বক্তব্য, পরিস্থিতি মোটেই পরীক্ষায় বসার অনুকূল নয়। সরকারের আজকের পেপারের পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। শিশু পড়ুয়াদের নিরাপত্তাই সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত।
গত তিন মাস ধরে স্কুল খুলে পড়াশোনা চালু রাখার সরকারি চেষ্টা সফল হয়নি অভিভাবকরাই সন্তানদের নিরাপত্তার কথা ভেবে তাদের না পাঠানোয়। গোটা কাশ্মীরে ল্যান্ডলাইন, পোস্টপেড মোবাইল পরিষেবা ফের চালু হলেও ৫ আগস্ট থেকে বন্ধই আছে ইন্টারনেট পরিষেবা। ওমর আবদুল্লা, ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি সহ শীর্ষ মূল স্রোতের রাজনৈতিক নেতা-নেত্রীরাও গৃহবন্দি রয়েছেন।
দলটি শ্রীনগর রওনা হওয়ার আগে সাংবাদিকদের জানায়, বাস্তবে কাশ্মীরের মাটিতে কী ঘটছে, সেটাই দেখতে যাচ্ছি আমরা। দলের সদস্য ওয়েলসের নাথান গিলকে উদ্ধৃত করে এএনআই জানায়, বিদেশি প্রতিনিধি হিসাবে কাশ্মীরে যাওয়ার, সেখানে কী হচ্ছে, তা নিজেরা সরাসরি দেখার একটা দারুণ সুযোগ পেয়েছি আমরা। গতকাল দলটি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করে কথাবার্তা বলে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
কাশ্মীরে ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদলের কাশ্মীর সফরের মধ্যেই পুলওয়ামায় স্কুলের বাইরে সিআরপিএফ বাঙ্কারে গুলি জঙ্গিদের
Web Desk, ABP Ananda
Updated at:
29 Oct 2019 05:52 PM (IST)
২৩ ইউরোপীয় ইউনিয়ন এমপির দলটি আজই সকালে শ্রীনগর এসে পৌঁছয়। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখাই তাদেরর সফরের উদ্দেশ্য। পুলিশ জানিয়েছে, দলটি পৌঁছনোর পর শ্রীনগরের অনেক জায়গা সহ গোটা কাশ্মীরের একাধিক এলাকায় জনতা-নিরাপত্তাবাহিনীর খন্ডযুদ্ধ হয়।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -