গুরুগ্রামে প্রকাশ্য দিবালোকে বিচারপতির স্ত্রী-পুত্রকে গুলি দেহরক্ষীর, অবস্থা আশঙ্কাজনক
Web Desk, ABP Ananda | 13 Oct 2018 08:07 PM (IST)
গুরুগ্রাম: প্রকাশ্য দিবালোকে ব্যস্ত রাস্তায় ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর গুলিতে জখম হলেন এক বিচারপতির স্ত্রী ও পুত্র। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের সেক্টর-৪৯ এ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত প্রথমে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও, পরে ফরিদাবাদ থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ডিসিপি (পূর্ব) সুলোচনা গজরাজ জানিয়েছেন, আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। অতিরিক্ত দায়রা বিচারক কৃষণ কান্তর স্ত্রী রিতু ও ছেলে ধ্রুব আর্কাডিয়া মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষী মহীপাল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরা মার্কেটের বাইরে গুলি চলার শব্দ পান। পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, রিতু ও ধ্রুবর শরীর রক্তে ভেসে যাচ্ছে। রিতুর বুকে ও ধ্রুবর মাথায় গুলি লেগেছে।