বেঙ্গালুরু: রাফাল ইস্যুতে সরব। হিন্দুস্তান এয়ারোনটিকস লিমিটেড (হ্যাল)-কে বঞ্চিত করে অনিল অম্বানির কোম্পানিকে ফরাসি বিমান নির্মাতা সংস্থার অফসেট পার্টনারের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন। এবার হ্যালের গেটে সংস্থার বর্তমান ও প্রাক্তন কর্মীদের সঙ্গে দেখা করলেন রাহুল গাঁধী। বললেন, দেশের জন্য হ্যাল যা করেছে, তা অভূতপূর্ব। ‘আমাদের রক্ষা করায়’, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় হ্যালের কাছে দেশ ঋণী বলেও মন্তব্য করেন তিনি। প্রতিরক্ষা সামগ্রী নির্মাতা রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার কর্মচারীদের জমায়েতে বলেন, হ্যাল দেশের মহাকাশ ক্ষেত্রে একটি কৌশলগত সম্পদ, কোনও মামুলি, যে সে সংস্থা নয়। মোদী সরকারকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, আধুনিক ভারতের মন্দিরগুলির ওপর হামলা চলছে, সেগুলি ধ্বংস করা হচ্ছে। আমরা এটা হতে দিতে পারি না। রাফাল আপনাদের অধিকার। আপনাদের ওই বিমান তৈরির অভিজ্ঞতা আছে। আকার, ইঙ্গিত নয়, আমি স্পষ্ট বলছি, রাফাল ডিলে দুর্নীতি হয়েছে, ঘুষের লেনদেন হয়েছে।
রাহুল জানান, ‘এই কৌশলগত সম্পদ’কে কী করে আরও কার্যকর করা যায়, যাতে আমরা ক্ষমতায় এলে আরও জোরদার ভাবে তাকে কাজে লাগাতে পারি’, সেটা বুঝতেই তিনি হ্যালের কর্মীদের সঙ্গে কথা বলতে এসেছেন।
কংগ্রেস বরাবর বলছে, মোদী সরকার রাফাল ডিলে অনিল অম্বানির রিলায়েন্স ডিফেন্স লিমিটেডকে সুবিধা পাইয়ে দিয়েছে। কেন ইউপিএ আমলে সিদ্ধান্ত হওয়া সত্ত্বেও হ্যালকে ডিলে সামিল করা হল না, জানতে চায় তারা। মোদী হ্যালের কাছে থেকে কন্ট্রাক্ট কেড়ে নিয়ে কর্নাটকের মানুষের কাজ ছিনিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেছে কংগ্রেস। রাহুলও দাবি করেছেন, হ্যালকে রিলায়েন্সের জায়গায় বেছে নেওয়া হলে রাজ্যের অগুনতি বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হত।
হ্যালের কাছে দেশ ঋণী, রাফাল আপনাদের অধিকার, মোদী সরকারকে তোপ দেগে কর্মীদের জমায়েতে বললেন রাহুল
Web Desk, ABP Ananda
Updated at:
13 Oct 2018 07:32 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -