কোয়েম্বাটুর: তামিলনাড়ুতে ১ কোটি চারাগাছ পুঁতবে বলে ঘোষণা করল ডক্টর এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বা একেআইএফ। আজ মহাকাশ বিজ্ঞানী ও প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের প্রয়াণ দিবসে এ কথা জানাল তারা। এর নাম তারা দিয়েছে ডক্টর এপিজে আবদুল কালাম সোশ্যাল ফরেস্ট (একেএসএফ) প্ল্যান্টেশন ড্রাইভ ২.০।
একেআইএফ বলেছে, প্রয়াত বিজ্ঞানী স্বচ্ছ, সবুজ ভারত চাইতেন। তাই তারা ঠিক করেছে, রাজ্যজুড়ে ১ কোটি গাছ বসাবে। এতে কালামের আদর্শে বিশ্বাসী স্কুল কলেজের পড়ুয়াদের যুক্ত করবে তারা। তবে যে গাছগুলি পোঁতা হবে, সেগুলি অন্তত ১ ফুট দীর্ঘ হতে হবে। আগামী বছর ডিসেম্বরের মধ্যে রাজ্যের সব জেলায় বসাতে হবে এই সব গাছ। সেইমত জেলায় জেলায় নার্সারিগুলিতে তারা ইতিমধ্যেই চারা তৈরি শুরু করেছে।
কোয়েম্বাটুর, তিরুনেলভেলি, থুথুকুড়ি বিমানবন্দরের আশপাশের এলাকায় এবং ভেলোরে ১ লাখ গাছ পোঁতার পরিকল্পনা করেছে এই সংস্থা। গাছ পোঁতা শেষ হলে শুরু হবে ১ বছরের সচেতনতা মূলক কাজকর্ম। এ জন্য ২৭ তারিখ একেএসএফ স্টুডেন্টস র্যালির আয়োজন করেছে তারা।
কোয়েম্বাটুরের ভারতিয়ার বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারতী বনম প্রকল্প। মরুধামালাই রোডের ওপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ৫ মিনিটের কম সময়ে ছাত্রছাত্রী-স্বেচ্ছাসেবকরা ১০,০০০ গাছ বসিয়েছেন। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি কালামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এটি তাঁদের শ্রদ্ধার্ঘ্য বলে জানানো হয়েছে।
১ কোটি চারাগাছ বসাবে, প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণ বার্ষিকীতে ঘোষণা কালাম ফাউন্ডেশনের
ABP Ananda, Web Desk
Updated at:
27 Jul 2019 02:32 PM (IST)
কেআইএফ বলেছে, প্রয়াত বিজ্ঞানী স্বচ্ছ, সবুজ ভারত চাইতেন। তাই তারা ঠিক করেছে, রাজ্যজুড়ে ১ কোটি গাছ বসাবে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -