শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত গত মাসের এক গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত শীর্ষ জয়েশ-ই-মহম্মদ কমান্ডার সহ ২ সন্ত্রাসবাদী। নিহত জয়েশ কমান্ডার মুন্না লাহোরি পাকিস্তানি নাগরিক বলে জানিয়েছে পুলিশ। কাশ্মীরে একাধিক সাধারণ নাগরিক হত্যাকাণ্ডে তার হাত ছিল বলে জানিয়েছেন এক পুলিশকর্তা। লাহোরির সঙ্গী নিহত দ্বিতীয় জঙ্গি স্থানীয় ছেলে বলেও জানান তিনি।
পুলিশকর্তাটি জানান, বিহারী নামেও পরিচিত ছিল লাহোরি। তাকে কাশ্মীর উপত্যকায় নিজেদের দলে জঙ্গি সংগ্রহে পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা সন্ত্রাসবাদী গোষ্ঠীটি কাজে লাগাত। সে আইইডি বানানোয় দক্ষ ছিল। গত ৩০ মার্চ বানিহালে নিরাপত্তাবাহিনীর কনভয়ে বিস্ফোরণে জড়িত ছিল সে। ১৭ জুন পুলওয়ামার আরিহালে সেনার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে ২ জওয়ানের মৃত্যু, ২ জন নিরীহ নাগরিক সহ ৯ জন আহত হয়। তাতেও সে যুক্ত ছিল।
গতকাল রাতে সোপিয়ানের বনবাজারের বন্দে মোহল্লা এলাকায় জঙ্গিদের আত্মগোপন করে থাকার পাকা খবরের ভিত্তিতে এলাকা ঘিরে ফেলে তল্লাসি অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসবাদীরা গুলি ছুঁড়তে থাকে। পাল্টা জওয়ানরাও গুলি চালায়। এনকাউন্টার শেষে ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র সহ আপত্তিকর নথিপত্র উদ্ধার হয়েছে বলে জানান পুলিশকর্তাটি।
কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টারে খতম পাকিস্তানি নাগরিক শীর্ষ জয়েশ কমান্ডার সহ ২ সন্ত্রাসবাদী
Web Desk, ABP Ananda
Updated at:
27 Jul 2019 01:48 PM (IST)
পুলিশকর্তাটি জানান, বিহারী নামেও পরিচিত ছিল লাহোরি। তাকে কাশ্মীর উপত্যকায় নিজেদের দলে জঙ্গি সংগ্রহে পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা সন্ত্রাসবাদী গোষ্ঠীটি কাজে লাগাত। সে আইইডি বানানোয় দক্ষ ছিল।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -