ভোপাল: মধ্যপ্রদেশে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটার জন্য বিরোধীদের আক্রমণের পাল্টা এবার সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে পূর্বতন বিজেপি সরকারকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী কমলনাথ। ওই বিজ্ঞাপনে লেখা হয়েছে, ‘গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে বিদ্যুৎ সরবরাহে যে সমস্যা হচ্ছে, তার জন্য ঘাটতি দায়ী নয়। অতীতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নত না করা এবং মানুষের তৈরি করা বাধাই এর জন্য দায়ী।’
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর মিডিয়া কোঅর্ডিনেটর নরেন্দ্র সালুজার দাবি, ‘বিজেপি মানসিকতার লোকজন বিদ্যুৎ সরবরাহে বাধা দিচ্ছেন। এ বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৩২৯৮৭ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। গত বছর এই সংখ্যাটা ছিল ২৯২০৭ মিলিয়ন ইউনিট। এবার ১২.৯ শতাংশ বেশি বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এবার লোডশেডিংও অনেক কমানো হয়েছে। কংগ্রেস সরকারের আমলে অবস্থার উন্নতি হওয়া সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার চালাচ্ছে বিজেপি।’
মধ্যপ্রদেশের বিজেপি সহ-সভাপতি বিজেশ লুনাওয়াত পাল্টা বলেছেন, ‘কংগ্রেস সরকারের আমলে যদি পরিস্থিতির উন্নতিই হয়, তাহলে মুখ্যমন্ত্রী কেন সরকারি আধিকারিকদের হুঁশিয়ারি দিচ্ছেন আর কেনই বা তাঁর দলের বিধায়করা অনির্দিষ্ট সময় ধরে লোডশেডিং হওয়ার অভিযোগ করছেন?’
সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে বিদ্যুৎ সরবরাহে সমস্যার জন্য বিজেপি সরকারকে দায়ী করলেন কমলনাথ
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jun 2019 09:42 PM (IST)
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর মিডিয়া কোঅর্ডিনেটর নরেন্দ্র সালুজার দাবি, বিজেপি মানসিকতার লোকজন বিদ্যুৎ সরবরাহে বাধা দিচ্ছেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -