মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের মাদক সংযোগ নিয়ে সরব অভিনেত্রী কঙ্গনা রানাউত। রণবীর সিংহ, রণবীর কপূর-সহ আরও কয়েকজনের ড্রাগ টেস্ট করা উচিত বলে মন্তব্য করেছিলেন ‘বলিউড কুইন’। তাঁর এই ধরনের পরামর্শ দেওয়ার আগে নিজেরই মাদক সংক্রান্ত পরীক্ষা করানো উচিত বলে পাল্টা সরব হয়েছিলেন অভিনেতা দলীপ তাহিল। এরপর মাদক-যোগ নিয়ে কঙ্গনার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। এবার কঙ্গনা নিজেই স্বীকার করে নিলেন, তিনি মাদকাসক্ত ছিলেন।

মাদক-যোগের তদন্তে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি হেফাজতে রয়েছেন প্রয়াত অভিনেতা সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। এনসিবি-র কাছে তিনি বলিউডের বেশ কয়েকজনের নাম বলেছেন বলেও শোনা যাচ্ছে। রিয়ার বয়ানের ভিত্তিতে আরও কয়েকজনকে ডেকে পাঠাতে পারে এনসিবি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে কঙ্গনাকে বলতে শোনা যাচ্ছে, ‘বাড়ি ছাড়ার কয়েক বছরের মধ্যে আমি তারকা হয়ে যাই এবং মাদকসক্ত হয়ে পড়ি। আমার জীবনে অনেককিছু ঘটেছিল। কৈশোরেই আমি কয়েকজন খারাপ লোকের হাতে পড়ি। ভাবুন আমি কতটা বিপজ্জনক হয়ে পড়ি।’


চলতি সপ্তাহের শুরুতে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছিলেন কঙ্গনার বিরুদ্ধে মাদক নেওয়ার অভিযোগের তদন্ত করে দেখবে মুম্বই পুলিশ। তবে সেদিন ট্যুইটারে কঙ্গনাও পাল্টা জবাব দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, মুম্বই পুলিশ যদি তাঁর সঙ্গে মাদক পাচারকারীদের সংযোগ প্রমাণ করতে পারে তা হলে তিনি মুম্বই ছেড়ে চলে যাবেন। তাঁর ড্রাগ টেস্ট করার জন্যও বলেছিলেন তিনি। কল রেকর্ডস খতিয়ে দেখতেও বলেছিলেন। এর দিনকয়েকের মধ্যেই তাঁর মাদক সেবনের স্বীকারোক্তির ভিডিও ভাইরাল।

মাদক-যোগের তদন্তে শুধু বলিউড নয়, অন্যান্য ফিল্ম ইন্ড্রাস্ট্রির দিকেও নজর রয়েছে এনসিবি কর্তাদের। গোয়া ও মুম্বইয়ের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তল্লাশি চালানো হয়েছে। গ্রেফতারও হয়েছেন বেশ কয়েকজন। এমন একটা সময়ে কঙ্গনার এই স্বীকারোক্তি স্বভাবতই অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।