Kangana Ranaut LIVE UPDATES: কতটা ক্ষয়ক্ষতি জানতে ভাঙাচোরা ‘মণিকর্ণিকা ফিল্মসে’ অফিস পরিদর্শন কঙ্গনার

Kangana Ranaut UPDATES: আরও চরমে শিবসেনা-কঙ্গনা সংঘাত। বেআইনি নির্মাণের অভিযোগে অভিনেত্রীর প্রযোজনা সংস্থার অফিস ভাঙে বৃহন্মুম্বই পুরসভা। গতকাল পুরসভার তরফে নোটিস দেওয়া হলেও, ভাঙার নির্দেশ দেওয়া হয়নি। নোটিস পাওয়ার পরেই বুলডোজার আনা হয়নি বলে ট্যুইটারে কটাক্ষ করেন কঙ্গনা। এরপরই আজ সকালে মণিকর্ণিকা ফিল্মসের অফিস ভাঙার নোটিস দেওয়ার পর ভাঙার কাজ শুরু হয়। বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন কঙ্গনা। তাঁর দাবি, কোনও বেআইনি নির্মাণ হয়নি। আদালত এই ভাঙার নির্দেশে স্থগিতাদেশ দেয়।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Sep 2020 11:00 PM
Kangana Vs Shivsena: কঙ্গনা মন্তব্য প্রত্যাহার করলে আর কোনও ঝামেলা থাকবে না, দাবি শিবসেনার



কঙ্গনার লাগাতার আক্রমণের মুখে পাল্টা সুর চড়িয়েছে শিবসেনা। দলের মুখপত্র ‘সামনা’য় সাংসদ সঞ্জয় রাউত লিখেছেন, কেউ যদি আইন ভাঙে তাহলে পদক্ষেপ করতে হয়। তবে প্রতিশোধ নেওয়ার মনোভাব থেকে কঙ্গনার অফিসে বৃহন্মুম্বই পুরসভা অভিযান চালায়নি। কেন অফিস ভাঙা হয়েছে, পুর কমিশনার তার জবাব দিতে পারবেন। কঙ্গনা একজন শিল্পী, যিনি মুম্বইয়ে থাকেন। তিনি মুম্বই সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। যদি তিনি মন্তব্য প্রত্যাহার করে নেন, তাহলে আর ঝামেলা থাকে না। সেইসঙ্গেই সঞ্জয় লিখেছেন, তাঁরা বাবরি ধ্বংস করেছিলেন, কঙ্গনা তাঁদের কী শেখাবেন?
Kangana Vs Shivsena: অফিস ভবনের মালিক শরদ পওয়ার, বেআইনি নির্মাণের জবাব দেওয়ার কথা তাঁরই, দাবি কঙ্গনার



অফিস ভাঙার ঘটনায় এবার এনসিপি প্রধান শরদ পওয়ারকে জড়িয়ে ট্যুইট কঙ্গনার। ট্যুইটে তিনি লেখেন, এটা শুধু তাঁর ফ্ল্যাটের বিষয় নয়, এটা গোটা ভবনের বিষয়। যে ভবনের মালিক শরদ পওয়ার। তিনি এনসিপি প্রধানের পার্টনারের থেকে ফ্ল্যাটটি কেনেন বলে কঙ্গনার দাবি। তাঁর যুক্তি, ফ্ল্যাটে নির্মাণ নিয়ে কোনও প্রশ্ন থাকলে তার জবাব দিতে হবে শরদ পওয়ারকে।
Kangana Vs Shivsena: কঙ্গনার দফতর ভাঙচুর: অসন্তোষ প্রকাশ মহারাষ্ট্রের রাজ্যপালের



অভিনেত্রী কঙ্গনা রানাউতের মুম্বইয়ের অফিস ভাঙার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল, এমনটাই সূত্রের খবর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের মুখ্য উপদেষ্টার সঙ্গে রাজ্যপালের কথা হয়েছে। রাজভবন সূত্রে খবর, তাঁর অসন্তোষের কথা মুখ্যমন্ত্রীকে জানাতে বলেছেন রাজ্যপাল। কঙ্গনার বিরুদ্ধে ভিকরোলি থানায় এক আইনজীবী অভিযোগ করেছেন।
Kangana Vs Shivsena: ভাঙাচোরা অফিস পরিদর্শন কঙ্গনার



গতকাল অফিসের একাংশ ভেঙে দিয়েছিল বৃহন্মুম্বই পুরসভা। যা নিয়ে আজও সরগরম জাতীয় রাজনীতি। ২৪ ঘণ্টার মধ্যে ভাঙাচোরা সেই অফিসেই গেলেন কঙ্গনা রানাওয়াত। মিনিট দশেক ঘুরে দেখেন গোটা অফিস। বিএমসি-র বুলডোজারের আঘাতে ‘মর্ণিকর্ণিকা ফিল্মসে’র দফতরের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা বোঝার চেষ্টা করেন অভিনেত্রী।

Kangana Vs Shivsena: কুর্সির জন্য বালাসাহেবের নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়ে ‘সনিয়া সেনায়’ পরিণত শিবসেনা: কঙ্গনা

গতকাল সরাসরি উদ্ধব ঠাকরেকে নিশানা করেছিলেন। এবার বালাসাহেব ঠাকরের নাম টেনে শিবসেনাকে আক্রমণ করলেন কঙ্গনা রানাওয়াত। ট্যুইটারে তিনি লিখেছেন, কুর্সির জন্য বালাসাহেবের নীতি ও আদর্শ জলাঞ্জলি দিয়েছে শিবসেনা। তারা এখন ‘সনিয়া সেনায়’ পরিণত হয়েছে। বৃহন্মুম্বই পুরসভার ভূমিকাকে আক্রমণ করে কঙ্গনার বার্তা, যারা অফিস ভাঙে তাদের দয়া করে সিভিক বডি বলবেন না, সংবিধানের অপমান করবেন না।
Kangana Vs Shivsena: ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে না কঙ্গনাকে

কঙ্গনাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে না। আজ এক উচ্চপর্যায়ের বৈঠকের পর জানাল বৃহন্মুম্বই পুরসভা। হিমাচল প্রদেশ থেকে গতকালই মুম্বইয়ে এসেছেন কঙ্গনা। কিন্তু যেহেতু তিনি মুম্বইয়ে ৬ দিন থাকবেন, তাই তাঁকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে না বলে জানিয়েছে বৃহন্মুম্বই পুরসভা।
অফিসের পর এবার কঙ্গনার ফ্ল্যাট ভাঙার উদ্যোগ
খাড়েতে কঙ্গনার ফ্ল্যাট ভাঙতে আদালতে আবেদন
ভাঙতে চেয়ে আদালতে আর্জি বৃহন্মুম্বই পুরসভার
২ বছর আগে কঙ্গনাকে নোটিস দেয় পুরসভা
সেইসময় ফ্ল্যাট ভাঙায় স্থগিতাদেশ দেয় আদালত
Kangana Vs BMC: নিজের ট্যুইটার হ্যান্ডলে ভিডিও পোস্ট করলেন কঙ্গনা। বললেন, যা করেছ ভাল করেছ !!!
Kangana Vs BMC: ভাঙার পর কঙ্গনার মণিকর্ণিকা ফিল্মস দফতরের ভেতরের ছবি।
Kangana Vs BMC: ভাঙার পর কঙ্গনার মণিকর্ণিকা ফিল্মস দফতরের ভেতরের ছবি।
Kangana Vs BMC: মুম্বই পৌঁছলেন কঙ্গনা। বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য মুম্বই বিমানবন্দরে সামনে আরপিআই-এর সমর্থকরা জড় হলে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। বিক্ষোভ পাল্টা বিক্ষোভে সরগরম হয়ে ওঠো বিমানবন্দর এলাকা।
Kangana Vs BMC: মুম্বই বিমানবন্দরে পৌঁছলেন কঙ্গনা রানাউত। বিমানবন্দরে বিক্ষোভ প্রদর্শন শিবসেনার। অন্যদিকে, তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য মুম্বই বিমানবন্দরের সামনে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আরপিআই)-এর সমর্থকরা জড় হলে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। এদিকে এই প্রেক্ষিতে সঞ্জয় রাউতের বাড়ির সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখায় করণি সেনা।
Kangana Vs BMC: আরও চরমে শিবসেনা-কঙ্গনা সংঘাত। বেআইনি নির্মাণের অভিযোগে অভিনেত্রীর প্রযোজনা সংস্থার অফিসের একাংশ ভেঙে দিল বৃহন্মুম্বই পুরসভা। কিন্তু বৃহম্মুই পুরসভার এই ভেঙে দেওয়ার নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট। কঙ্গনার আবেদনের প্রেক্ষিতে পুরসভাকে জবাব দেওয়ার নির্দেশ আদালতের। আজ সাড়ে বারোটা নাগাদ আদালতে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বেআইনী বলে চিহ্নিত অংশ ভেঙে দেয় পুরসভা।
Kangana Vs BMC: দফতর ভাঙার বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আবেদন কঙ্গনার আইনজীবীর। ভাঙার নির্দেশের বিরুদ্ধে আদালতে রিট পিটিশন দাখিল করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই শুনানি।

Kangana Vs BMC: চতুর্থ ট্যুইটে কঙ্গনা লেখেন, আমার বাড়িতে কোন বেআইনি নির্মাণ হয়নি। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সরকার সমস্ত রকম ভাঙার কাজে নিষেধাজ্ঞা জারি করেছিল।এবার বলিউড দেখুক ফ্যাসিজম কাকে বলে।

Kangana Vs BMC: এরপর ফের ট্যুইট করেন অভিনেত্রী। লেখেন, আমি কখনও ভুল করিনি। আমার শত্রুরা বারবার প্রমাণ করছে যে আমার মুম্বই এখন পাক অধিকৃত কাশ্মীর। গণতন্ত্রের মৃত্যু।

Kangana Vs BMC: দ্বিতীয় ট্যুইটে কঙ্গনা লেখেন, পাকিস্তান....। গণতন্ত্রের মৃত্যু।

Kangana Vs BMC: বেআইনি নির্মাণের অভিযোগে নিজের অফিস ভাঙা নিয়ে ট্যুইটারে কটাক্ষ কঙ্গনার।ট্যুইটে অভিনেত্রী লেখেন, মণিকর্ণিকা ফিল্মসে অযোধ্যা সিনেমার ঘোষণা হল। এই অফিস আমার কাছে রাম মন্দির। আজ বাবর বাহিনী সেখানে এসেছে। ইতিহাসের পুনরাবৃত্তি হবে। আরও একবার রাম মন্দির ভাঙা হবে। কিন্তু মনে রাখ্ বাবর, এই মন্দির আবার তৈরি হবে। এই মন্দির আবার তৈরি হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার।
Kangana Vs BMC: বুলডোজার-কটাক্ষের পরদিনই বেআইনি নির্মাণের অভিযোগে কঙ্গনা রানাওয়াতের অফিস ভাঙার কাজ শুরু করল বৃহন্মুম্বই পুরসভা। গতকাল পুরসভার তরফে নোটিস সেঁটে দেওয়া হলেও, ভাঙার নির্দেশ দেওয়া হয়নি। নোটিস পাওয়ার পরেই বুলডোজার আনা হয়নি বলে ট্যুইটারে কটাক্ষ করেন কঙ্গনা। এরপরই আজ বেআইনি নির্মাণের অভিযোগে অভিনেত্রীর মণিকর্ণিকা ফিল্মসের অফিস ভাঙার নোটিস দেওয়ার পর ভাঙার কাজ শুরু হয়।

প্রেক্ষাপট

মুম্বই: একদিকে কঙ্গনা মোহালি থেকে মুম্বইয়ের উদ্দেশে যখন রওনা দিলেন, ঠিক সেই সময় তাঁর মুম্বইয়ের অফিস ভাঙার কাজ শুরু করল বৃহন্মুম্বই পুরসভা।


 


সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে লাগাতার শিবসেনার সঙ্গে সংঘাতে জড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত! বিতর্ক আরও বাড়ে কঙ্গনার মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা করায়।


 


এই সংঘাতের আবহে মঙ্গলবার কঙ্গনাকে "Y+" ক্যাটাগোরির নিরাপত্তা দেয় মোদি সরকার। অর্থাৎ‍ সবসময় ১১জন সশস্ত্র সিআরপিএফ কমান্ডো কঙ্গনা রানাওয়াতের সঙ্গে থাকবে। এছাড়াও পার্সোনাল সিকিউরিটি অফিসার পাবেন কঙ্গনা। একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবেন তাঁর বাড়িতে। এরপরই অমিত শাহকে ধন্যবাদ জানান কঙ্গনা! এই নিরাপত্তা নিয়েই মঙ্গলবার মানালি থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন কঙ্গনা রানাওয়াত।


 


এদিকে এরইমধ্যে মঙ্গলবার বেআইনি নির্মাণের অভিযোগে মুম্বইয়ের পালি হিলসে কঙ্গনা রানাউতের অফিসে নোটিস লাগিয়ে দেয় শিবসেনা পরিচালিত বৃহন্মুম্বই পুরসভা। তাদের অভিযোগ, অফিস তৈরির সময় বিএমসি-র নিয়মগুলি মানা হয়নি। অফিসের দোতলার অংশটি বেআইনি ভাবেই তৈরি করা হয়েছে। নকশায় যে অংশটিকে টয়লেট বলে দেখানো হয়েছিলো, সেটিকে এখন অন্য কাজে ব্যবহার করা হয়।


 


পাল্টা কঙ্গনার দাবি, তাঁর অফিস সম্পূর্ণ ভাবে আইন মেনেই তৈরি করা হয়েছে। কঙ্গনা কটাক্ষের সুরে টুইট করে বলেছেন, বিএমসি আমার বিরুদ্ধে ক্যাভিয়েট ফাইল করেছে। ওরা আমার বাড়ি ভাঙতে মরিয়া। ওরা আমার বাড়ি ভাঙলেও, আমার মনোবল আরও বাড়বে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.