নয়াদিল্লি: কৃষি আইনের প্রতিবাদে দিল্লি সীমানায় যে কৃষক আন্দোলন চলছে তার সমর্থনে এগিয়ে এলেন কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার রাতে গ্রেটা টুইট করে বলেছেন, আমরা ভারতের কৃষক বিদ্রোহের পাশে রয়েছি। আন্তর্জাতিক পপ আইকন রিহানাও টুইট করেছেন কৃষক আন্দোলনের সমর্থনে।
রিহানা আন্দোলনকারী কৃষকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা সংক্রান্ত একটি সংবাদমাধ্যমের খবর শেয়ার করে টুইট করেন কৃষক আন্দোলন নিয়ে। প্রশ্ন করেন, কেন আমরা এ ব্যাপারে কথা বলছি না? এর কয়েক ঘণ্টার মধ্যে তাঁর ফলোয়ার সংখ্যা লাখখানেক বেড়ে যায়।
দেখুন তাঁর টুইট
এরপরই রিহানা টুইটারে ট্রেন্ড করতে থাকেন। ভারত থেকে অসংখ্য মানুষ তাঁর পক্ষে ও বিপক্ষে টুইট করেন। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তাঁর টুইট কোট করে মন্তব্য করেন, এ নিয়ে কেউ কথা বলছে না কারণ ওরা কেউ চাষী নয়, ওরা জঙ্গি যারা ভারত ভাগ করতে চাইছে, যাতে চিন আমাদের এই শতধাবিভক্ত অসুরক্ষিত দেশ দখল করে নিতে পারে আর আমেরিকার মত ভারতকেও চিনা কলোনি বানাতে পারে.. চুপচাপ থাক তুমি নির্বোধ, তোমাদের মত আমরা আমাদের দেশ বিক্রি করছি না।
বর্তমান সময়ের নানা ইস্যু নিয়ে টুইটারে নিজের মতামত দেন রিহানা। মঙ্গলবারই তিনি মায়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে টুইট করেন। লেখেন, মায়ানমার, আমার প্রার্থনা তোমার সঙ্গে রয়েছে।
গ্রেটা থুনবার্গও কাল টুইট করেন, আমরা ভারতের কৃষক আন্দোলনের পাশে রয়েছি।
কঙ্গনা কৃষক আন্দোলন নিয়ে নিয়মিত টুইট করে চলেছেন। দলজিৎ দোসাঞ্জ, প্রিয়ঙ্কা চোপড়া, স্বরা ভাস্করের মত অভিনেতা অভিনেত্রীরা কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খুললেও কঙ্গনা অভিযোগ করেছেন, এঁরা দেশদ্রোহী, প্রকৃত কৃষকরা এঁদের সঙ্গে নেই। দলজিতের সঙ্গে এ নিয়ে তাঁর দীর্ঘ টুইটার যুদ্ধও চলেছে।
আন্দোলনকারী কৃষকরা তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। এ মাসের ৬ তারিখ কৃষক সংগঠনগুলি ৩ ঘণ্টা দেশব্যাপী চাক্কা জ্যামের ঘোষণা করেছে।