নয়াদিল্লি: শনিবার উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর এদিনই স্বেচ্ছাবসরের আবেদন জানিয়েছেন কানপুরের পুলিশ কমিশনার, আইপিএস অফিসার অসীম অরুণ। তিনি বিজেপি-তে যোগ দিচ্ছেন। উত্তরপ্রদেশে এবারের বিধানসভা নির্বাচনে তেহসিল সদর কনৌজ আসনে প্রার্থী হচ্ছেন কানপুরের পুলিশ কমিশনার।


বিজেপি-তে যোগ দেওয়ার কথা ঘোষণা করার আগে শনিবার দুপুরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন কানপুরের পুলিশ কমিশনার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অসীম অরুণ বলেছেন, ‘পুলিশে কাজ করার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি দলের কাজ করার চেষ্টা করব। আমার দক্ষতা কাজে লাগিয়ে সিস্টেমের উন্নতি করার জন্য সদর্থক পদক্ষেপের চেষ্টা করব। আমি সবসময় মহাত্মা গাঁধীর দেখানো পথে দুর্বলতম ও সবচেয়ে দরিদ্র মানুষের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করব।’


কানপুরের প্রথম পুলিশ কমিশনার অসীম অরুণ কনৌজ জেলার বাসিন্দা। ১৯৭০ সালের ৩ অক্টোবর বদায়ুঁতে জন্ম হয় তাঁর। ১৯৯৪ সালের ব্যাচের আইপিএস অফিসার অসীম অরুণ। তাঁর বাবা শ্রী রাম অরুণও আইপিএস অফিসার ছিলেন। তিনি উত্তরপ্রদেশের ডিজিপি ছিলেন। অসীম অরুণের মা শশী অরুণ বিখ্যাত লেখিকা। 


উত্তরপ্রদেশে এবারের বিধানসভা নির্বাচন হবে সাত দফায়। ভোট হবে ১০ ফেব্রুয়ারি, ১৪ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি, ৩ মার্চ ও ৭ মার্চ। উত্তরপ্রদেশে ৪০৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ভোট গণনা ১০ মার্চ।


নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরপ্রদেশ সহ পাঁচটি রাজ্যে প্রথমবার ভোট দেবেন ২৪.৯ লক্ষ ভোটার। প্রতিটি রাজ্যেই মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে। এটা স্বাস্থ্যকর লক্ষণ। প্রতিটি রাজ্যেই লিঙ্গসমতা বৃদ্ধি পেয়েছে।


নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রতিটি বিধানসভা কেন্দ্রে অন্তত একটি বুথের দায়িত্বে থাকবেন মহিলারা। মহিলা ভোটারদের উৎসাহ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।