লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় যে বিশাল রাম মূর্তি তৈরির উদ্যোগ নিয়েছেন, তার পাশেই সীতারও মূর্তি গড়ার আর্জি জানালেন প্রবীণ কংগ্রেস নেতা কর্ণ সিংহ। তিনি বুধবার আদিত্যনাথকে লেখা চিঠিতে বলেছেন, ‘বিয়ের পর সীতা অযোধ্যায় এসেছিলেন। কিন্তু কিছুদিন পরেই তাঁকে রাম ও লক্ষ্মণের সঙ্গে ১৪ বছরের জন্য বনবাসে যেতে হয়। সেই সময় তাঁকে হরণ করেন রাবণ। শ্রীলঙ্কায় বন্দি থাকতে হয় সীতাকে। তাঁকে উদ্ধার করেন রাম। কিন্তু তাঁকে অগ্নিপরীক্ষা দিতে হয়। অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও তাঁকে বাকি জীবন নির্বাসনে থাকতে হয়। এত বছর পরে এখন অযোধ্যায় উপযুক্ত স্থান পাওয়া উচিত সীতাজির।’

গত মাসেই উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করে, অযোধ্যায় রামের মূর্তি তৈরি করা হবে। যোগী সরকারের প্রস্তাবিত এই মূর্তির উচ্চতা হবে ১৫১ মিটার। মূর্তির উপরের ছাতা হবে ২০ মিটারের এবং এই স্তম্ভের পাদদেশের দৈর্ঘ্য হবে ৫০ মিটার। এই মূর্তি দেশের তো বটেই, বিশ্বের সর্বোচ্চ হবে। সেই মূর্তির সঙ্গেই এবার সীতারও মূর্তি গড়ার দাবি উঠল।