বেঙ্গালুরু: টোকাটুকি রুখতে আজব ব্যবস্থা নিল কর্নাটকের এক বেসরকারি প্রি ইউনিভার্সিটি কলেজ। অন্তত ৫০ জন পড়ুয়ার মাথায় কার্ডবোর্ডের বাক্স বসিয়ে পরীক্ষা দিতে বাধ্য করল তারা। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে।


জীবন মরণ কিছু নয়, ওই ছাত্রছাত্রীদের অর্থনীতি ও রসায়নের মিড টার্ম পরীক্ষা চলছিল। টোকাটুকি রুখতে তাঁদের মাথায় তিনদিন বন্ধ কার্ডবোর্ডের বাক্স বসিয়ে দেওয়া হয়, তবে লেখা আর দম টম নেওয়ার জন্য খোলা ছিল সামনের দিক। কিন্তু এদিক ওদিক উঁকি দেওয়ার উপায় ছিল না।


বুধবার হাভেরির ভগত প্রি ইউনিভার্সিটি কলেজে এই কাণ্ড ঘটেছে। এর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ ব্যাপারে ওই কলেজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রাজ্য সরকার। কেন ছাত্রছাত্রীদের এভাবে কার্ডবোর্ডের বাক্স পরতে বাধ্য করা হয় তার ব্যাখ্যা চেয়েছেন হাভেরির ডিস্ট্রিক্ট ডেপুটি ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। কারণ যাই হোক, পরীক্ষার্থীদের বাক্স পরতে বাধ্য করা যায় না বলে মন্তব্য করেছেন তিনি। শিক্ষামন্ত্রী এস সুরেশ কুমারও বলেছেন, এই ঘটনা গ্রহণযোগ্য নয়, পড়ুয়াদের সঙ্গে জন্তুর মত ব্যবহার করার অধিকার কারও নেই। এ ব্যাপারে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কলেজ প্রধান এম সতীশের অবশ্য বক্তব্য, বিহারের একটি কলেজও টোকাটুকি রুখতে এই ব্যবস্থা নেয়, তা সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছিল। তাঁরা স্রেফ পরীক্ষামূলকভাবে এই কার্ডবোর্ডের বাক্স ব্যবহার করেছেন, পড়ুয়াদেরও এ ব্যাপারে আগে থেকে জানিয়ে দেওয়া হয়। এবার দেখুন সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া