নয়াদিল্লি: আজ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিবস উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। এদিনই প্রয়াত হলেন তাঁর পৌত্র, প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব কেশব দেশীরাজু। আজ সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। অবসরপ্রাপ্ত এই আমলার হৃদযন্ত্রে সমস্যা ছিল।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি লাভ করেন দেশীরাজু। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৭৮-এর ব্যাচের আইএএস অফিসার দেশীরাজু।
চাকরি থেকে অবসর নেওয়ার পর জনস্বাস্থ্য, বিশেষ করে মানসিক স্বাস্থ্য, প্রাথমিক চিকিৎসা ও সামাজিক স্বাস্থ্য নিয়ে কাজ করছিলেন দেশীরাজু। তিনি কয়েকটি বইও লিখেছেন। ২০১৮ সালে স্বাস্থ্যব্যবস্থায় দুর্নীতি সংক্রান্ত একটি বই লেখেন তিনি। সম্প্রতি তিনি সঙ্গীতশিল্পী এম এস শুভলক্ষ্মীকে নিয়ে একটি বই লেখেন।
দেশীরাজুর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ। তাঁর ট্যুইট, ‘৫৭ বছর ধরে আমার প্রিয় বন্ধু কেশব দেশীরাজু, একজন অসাধারণ আমলা প্রয়াত হয়েছেন। যেদিন দেশ তাঁর ঠাকুর্দার জন্মদিবস পালন করছে, সেদিনই তিনি প্রয়াত হলেন। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। কেশব এম এস শুভলক্ষ্মীর জীবনী লিখেছেন।’
সেন্টার ফর পলিসি রিসার্চের গভর্নিং বোর্ডের সদস্য ছিলেন দেশীরাজু। এছাড়া আরও নানা ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ২০১৬ সালে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিলের ক্ষেত্রে তাঁর বিশেষ ভূমিকা ছিল। তিনি এই বিলের খসড়া তৈরি করতে সাহায্য করেছিলেন। সংসদে পাশ হয়ে যায় এই বিল। অবসর নেওয়ার সময় উপভোক্তা বিষয়ক মন্ত্রককের সচিব ছিলেন দেশীরাজু।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সচিব হিসেবে কাজ করার পাশাপাশি উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারের বিভিন্ন দফতরেও কাজ করেছেন দেশীরাজু। অবসর গ্রহণের পর তাঁকে পপুলেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করা হয়। সব ভূমিকাতেই দক্ষতার পরিচয় দেন তিনি।