নয়াদিল্লি: লিভারের কঠিন অসুখে ভুগছিলেন দুই ব্যক্তি। তাঁদের বাঁচার আশা প্রায় ছিল না। তাঁদের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন স্ত্রীরা। একে অপরের স্বামীকে লিভারের একাংশ দান করে নতুন জীবন দিলেন দুই মহিলা। দক্ষিণ দিল্লির সাকেত অঞ্চলের একটি হাসপাতালে লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে। চারজনই ভাল আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।


হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘হরমিন্দর সিংহ ও যোগেশ শর্মা নামে ওই দুই রোগীরই বয়স ৪৫। তাঁরা ৬ মাস ধরে লিভারের অসুখে ভুগছিলেন। তাঁদের রোগ শেষ পর্যায়ে চলে গিয়েছিল। তাঁদের জীবন বাঁচানোর জন্য লিভার ট্রান্সপ্ল্যান্ট ছাড়া আর কোনও উপায় ছিল না। হরমিন্দর ও যোগেশের স্ত্রী লিভারের একাংশ দান করতে সম্মত হন। কিন্তু তাঁদের রক্তের গ্রুপ মিলছিল না। দেখা যায়, হরমিন্দর ও যোগেশের স্ত্রী অন্নু শর্মার রক্তের গ্রুপ ‘বি’। অন্যদিকে, যোগেশ ও হরমিন্দরের স্ত্রী গুরদীপ কউরের রক্তের গ্রুপ ‘এ’। তাঁদের স্বাস্থ্য ও মানসিক অবস্থা খতিয়ে দেখে চিকিৎসকরা জানান, ওই দুই মহিলা একে অপরের স্বামীকে লিভারের একাংশ দান করতে পারেন। এরপরেই অস্ত্রোপচার করা হয়।’