নাসিক: মহারাষ্ট্রের নাসিকের সরকারি হাসপাতালে মর্মান্তিক ঘটনা। ওই হাসপাতালের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক রোগী। পুলিশ সূত্রে খবর, ৪৮ বছর বয়সি ওই ব্যক্তির কিডনি বিকল হয়ে গিয়েছিল। গত সপ্তাহ থেকে তাঁর ডায়ালিসিস চলছিল। আর্থিক অবস্থাও ভাল ছিল না তাঁর। অসুস্থতার কারণে তিনি অবসাদে ভুগছিলেন। সম্ভবত সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

ভদ্রকালী থানার এক আধিকারিক জানিয়েছেন, মৃত ব্যক্তির নাম জওহরলাল রামকৃষ্ণন গুপ্ত। তাঁর বাড়ি নাসিকের কাছে ঘটির শ্রীরামনগরে। আজ সকাল সাড়ে দশটা নাগাদ তিনি আত্মহত্যা করেন। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।