তিরুবল্লা: ওয়াকিং স্টিক হাতে রাস্তার এক ধার ধরে হেঁটে চলেছেন দৃষ্টিহীন প্রৌঢ়। বাসে ওঠার চেষ্টা করেও পারেননি। সেই প্রৌঢ়ের সাহায্যে এগিয়ে এলেন এক মহিলা। রীতিমতো হাত ধরে প্রৌঢ়কে বাসেও তুলে দেন তিনি। করোনার মতো মহামারীরতে যখন ‘অস্পৃশ্যতা’ বাড়ছে, সেখানে এই ঘটনার মতো সংবেদনশীল একটি ভিডিও দেশজুড়ে প্রশংসা পাচ্ছে।  সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরালও হয়।


সম্প্রতি আইপিএস বিজয় কুমার ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যায় মুখে মাস্ক, পরনে শাড়ি- এক মহিলা একটি বাসের দিকে দৌড়ে আসছেন। তারপর তিনি কনডাক্টরকে বলে সেই বাসটি থামান। এরপর দেখা যায়, ওই মহিলা একজন দৃষ্টিহীন প্রৌঢ়কে কার্যত হাত ধরে নিয়ে এসে বাসে তুলে দিচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায় ওই মহিলা কেরলের তিরুবল্লার বাসিন্দা, নাম সুপ্রিয়া। কেরলবাসী সুপ্রিয়ার এই ভিডিও পোস্ট করে আইপিএস বিজয় কুমার লেখেন, “এই পৃথিবীকে আরও একটু ভাল করে তুলেছেন এই মহিলা। মানবিকতা সত্যিই সুন্দর।” তারপরই ট্যুইটার সহ আরও একাধিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সুপ্রিয়ার ভিডিও। আপনিও দেখুন-