প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী
Web Desk, ABP Ananda | 24 Nov 2019 08:39 AM (IST)
প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বাম নেতা ক্ষিতি গোস্বামী। বয়স হয়েছিল ৮০ বছর। চেন্নাইয়ের হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
কলকাতা: প্রয়াত প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী। বয়স হয়েছিল ৭৬ বছর। আজ ভোর ৪টে নাগাদ চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মৃত্যু। বামফ্রন্টের আমলে দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন ক্ষিতি গোস্বামী। সামলেছেন আরএসপি-র রাজ্য সম্পাদকের দায়িত্ব। সম্প্রতি কংগ্রেসের সঙ্গে বামেদের জোট বৈঠকেও উপস্থিত ছিলেন ক্ষিতি গোস্বামী। দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন। কয়েকদিন আগে চেন্নাইতে অস্ত্রোপচারও হয়। সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ফিরেছিলেন। গতকাল ফের অসুস্থ হয়ে পড়ায় চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়। আজই প্রয়াত ক্ষিতি গোস্বামীর দেহ আনা হবে কলকাতায়।