কলকাতা: কেএমসি ইমার্জেন্সি লেখা গাড়ি। সামনে ১ জন, পিছনে ২ জনকে বসিয়ে এলেন কর্মীরা। কোথায় সোশ্যাল ডিসট্যান্সিং? 'সম্ভব কি?' প্রশ্ন তুললেন কর্মীরাই।
সোমবার থেকে কলকাতা পুরসভায় একশো শতাংশ উপস্থিতির নির্দেশ দিয়েছে প্রশাসন। সেই মতো, এদিন সকাল থেকেই কর্মীরা অফিসে আসতে শুরু করেন। বিভিন্ন জেলা থেকে আসতে গিয়ে অনেকে আবার সমস্যাতেও পড়েন বলে অভিযোগ।  কোনও কোনও কর্মী জানালেন, পথে বাসের সংখ্যা কম, তাই অফিস আসতেও সমস্যা হয়েছে। অফিস আসার পথে সামাজিক দূরত্ব-বিধি মানাও সম্ভব হয়নি বলে, অভিযোগ কারও কারও।



অন্যদিকে, কলকাতা পুরসভায় বার্থ সার্টিফিকেট নিতে এসেছেন কেউ কেউ। অথচ তাঁদের কাজ হচ্ছে না বলে অভিযোগ তুলছেন তাঁরা। তাঁদের অভিযোগ, পুরকর্মীরা বলছেন,  'হাজিরার সার্কুলার রয়েছে, কিন্তু কাজের নেই'। স্বাভাবিক ভাবেই এই নিয়ে দানা বাঁধছে অসন্তোষ।
পুরসভায় ঢোকার সময় যদিও পুরোদস্তুর করোনা সতর্কতা মেনেই ঢুকতে হচ্ছে। প্রবেশ পথে প্রত্যেককে স্যানিটাইজার দেওয়া হয়। সতর্কতা অবলম্বনে সর্বক্ষণ মাস্ক পরা ও পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।