কলকাতা: আজ থেকে খুলে যাচ্ছে অধিকাংশ অফিস। খুলছে শপিং মল, রেস্তোরাঁ, হোটেল। পথে নামবেন বহু মানুষ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে প্রায় ২ হাজার বাস রাস্তায় নামবে বলে জানিয়েছে বেসরকারি বাস সংগঠন। তবে কি আজ থেকে কমবে বাস-ভোগান্তি? দেখে নেওয়া যাক শহরের বিভিন্ন প্রান্তের ছবি।
টালিগঞ্জে ভিড়ে ঠাসা মিনিবাস। করোনা সতর্কতায় সামাজিক দূরত্ব-বিধি শিকেয়। সরকারি বাসে দাঁড়িয়েও যাচ্ছেন যাত্রীরা।
বাগুইআটি মোড়। আজ সকালেও বাস পেতে ভোগান্তি। রাস্তায় হাপিত্যেশ অপেক্ষা। বাসের সংখ্যা কম হওয়ায়, সামাজিক দূরত্ব-বিধি সম্ভব হচ্ছে না বলে দাবি যাত্রীদের।
আনলক ওয়ানের পর কেটে গিয়েছে একটা সপ্তাহ। আজও ডানলপ মোড়ে বাসের জন্য প্রায় হাফ কিলোমিটার লম্বা লাইন। কয়েকটি রুটে বেসরকারি বাস চললেও, ভোগান্তি অব্যাহত।
কামালগাজি বাস স্ট্যান্ডে সামাজিক দূরত্ব না মেনেই আজও লম্বা লাইন যাত্রীদের। বাসের জন্য দীর্ঘ অপেক্ষা। তবে এদিন রাস্তায় দেখা মিলেছে কয়েকটি বেসরকারি বাসের।
সকালে উল্টোডাঙা মোড়ে অফিস যাত্রীদের ভিড়। পর্যাপ্ত বাস নেই বলে তাঁদের দাবি। দেখা যায়, বেশ কয়েকটি রুটের বাসে ভিড় রয়েছে। আবার কয়েকটি বাসে যাত্রীর সংখ্যা হাতে গোনা।
দেখা যাক জেলার ছবি। পূর্ব বর্ধমানের কাটোয়া বাস স্ট্যান্ডে পরিস্থিতি ঠিক উল্টো। যাত্রীর অভাবে চলল না বাস।
বেসরকারি বাস সংগঠনের দাবি, সকাল থেকে কয়েকটি রুটের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলেও, ৫-৬ জনের বেশি যাত্রী হয়নি। বাসের সমস্ত আসন না ভরলে লোকসানের মুখে পড়তে হবে বলে দাবি। অন্যদিকে, বাস না চলায় হয়রানির শিকার হন যাত্রীরা। কাটোয়া বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন জেলায় ৬৫টি রুটে প্রতিদিন ১৬০টি বাস চলাচল করে।
কলকাতায় ভিড়ে ঠাসা বাস, মিনিবাস, যাত্রীদের ভোগান্তি কমার লক্ষণ নেই, জেলায় পরিস্থিতি অন্যরকম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jun 2020 09:40 AM (IST)
পূর্ব বর্ধমানের কাটোয়া বাস স্ট্যান্ডে পরিস্থিতি ঠিক উল্টো। যাত্রীর অভাবে চলল না বাস।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -