মুম্বই: সারা দেশের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। পরিস্থিতি সামাল দিতে এবার নয়া উদ্যোগ নিল সেরাজ্যের সরকার। স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে আজ ট্যুইট করে জানিয়েছেন, ‘মহারাষ্ট্র সরকার ১০,০০০ ডোজের রেমডিসিভি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ল্যাবরেটরি থেকে পাওয়া তথ্য, প্রাণীদের শরীরে এই ওষুধের প্রয়োগ করে দেখা গিয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের জন্য দায়ী মার্স ও সার্স রোখার ক্ষেত্রে আশাব্যঞ্জক ফল দিয়েছে এই ওষুধ।’


এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৮৩,০০০। মৃতের সংখ্যা ২,৬৯। এখন চিকিৎসাধীন ৪২,৬০৯। গোটা রাজ্যে যত করোনা আক্রান্ত ও মৃত, তার অর্ধেকেরও বেশি মুম্বইয়েই। এই পরিস্থিতিতে ইবোলার চিকিৎসায় কাজে লাগেনি যে ওষুধ সেই রেমডিসিভিকেই এবার জরুরি পরিস্থিতিতে করোনার চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, করোনার চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে। গরিব মানুষের কাছে যাতে এই দামী ওষুধ পৌঁছে দেওয়া যায়, আমরা সেই চেষ্টাই করছি।’