ট্রেন্ডিং

ভর্তি কম, গত আড়াই বছরে ১২০০ স্কুল বন্ধ হিমাচলপ্রদেশে !

পৃথক জেলায় বাজ পড়ে মৃত ৩, আহত ৪ !

ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, থরথর করে গোটা শহরজুড়ে ভয়াবহ কম্পন

লস্করের পর এবার এনকাউন্টারে ৩ জইশ জঙ্গির মৃত্যু

তুরস্কের সঙ্গে মউ বাতিল দিল্লির আরও এক বিশ্ববিদ্যালয়ের | Turkey
ভারতে অ্যাপেল কারখানা বন্ধের নির্দেশ আমেরিকার প্রেসিডেন্টের | Donald Trump
মনমোহনের প্রধানমন্ত্রিত্বের শেষদিন থেকে আজ নরেন্দ্র মোদীর আমল- কতটা তফাত পেট্রোপণ্যের দামে? জেনে নিন
Continues below advertisement

নয়াদিল্লি: নরেন্দ্র মোদী সরকারের আমলে আকাশ ছুঁয়েছে পেট্রোল, ডিজেলের দাম। এই অভিযোগে আজ ভারত বনধ ডেকেছে কংগ্রেস। তাদের দাবি, ২০১৪-য় তারা যখন ক্ষমতাচ্যুত হয়, তখন থেকে এই ৪ বছরে পেট্রোপণ্যের দাম মারাত্মক বেড়ে গিয়েছে। খনিজ তেলের ওপর আবগারি শুল্ক কয়েক গুণ বেড়ে গিয়েছে, যদি ২০১৪-র পরিস্থিতিতে ফিরিয়ে নেওয়া যায় তবে এই দাম কমতে পারে কম সে কম ১০ টাকা।
দেখে নেওয়া যাক, ২০১৪-র ২৫ মে পেট্রোল ও ডিজেলের কত দাম ছিল।
২৫ মে, ২০১৪ (মনমোহন সিংহ জমানা)
পেট্রোল- ৭১.৪১ টাকা/লিটার
ডিজেল- ৫৬.৭১ টাকা/লিটার
১০ সেপ্টেম্বর, ২০১৮ (নরেন্দ্র মোদী জমানা)
পেট্রোল- ৮০.৭৩ টাকা/লিটার
ডিজেল- ৭২.৮৩ টাকা/লিটার
এ থেকে পরিষ্কার, এই ক’বছরে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৯.৪২ টাকা ও ডিজেলে লিটারে ১৬.১২ টাকা। তাৎপর্যপূর্ণভাবে এই মূল্যবৃদ্ধি ঘটেছে এখন, যখন আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের দাম তুলনামূলকভাবে কম। কংগ্রেসের অভিযোগ, শুধু আন্তর্জাতিক বাজারের দাম নয়, সরকারি নীতিও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য অনেকটা দায়ী। ২০১৪-র সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে পেট্রোলের ওপর আবগারি শুল্ক ২১১.৭ শতাংশ বেড়েছে, ডিজেলের বেড়েছে ৪৩৩ শতাংশ। তাদের বক্তব্য, ২০১৪ সালে পেট্রোলের ওপর আবগারি শুল্ক ছিল ৯.২০ টাকা প্রতি লিটার, তা এখন বেড়ে হয়েছে ১৯.৪৮ টাকা প্রতি লিটার। একইভাবে ২০১৪-য় ডিজেলের ওপর আবগারি শুল্ক ছিল ৩.৪৬ টাকা প্রতি লিটার, আর আজ তা বাড়তে বাড়তে ১৫.৩৩ টাকা প্রতি লিটার। কংগ্রেসের দাবি, যদি সরকার এই আবগারি শুল্প ২০১৪-র হিসেবে নিয়ে যায় তবে পেট্রোলের দাম পড়বে কম করে ১০.৪২ টাকা ও ডিজেলের অন্তত ১২ টাকা।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে