কলকাতা: গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে প্রায় ১৩ লক্ষ টাকা লুঠের অভিযোগ। ভোররাতে তিলজলায় একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম ভেঙে লুঠের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের চিহ্নিত করতে খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ।

শহরে চাঞ্চল্যকর এটিএম লুঠ! গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে লক্ষাধিক টাকা লুঠের অভিযোগ। ঘটনাটি ঘটেছে তিলজলা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে। শুক্রবার ভোররাতে তিলজলা থানা এলাকার সিএন রায় রোডে অ্যাক্সিস ব্যাঙ্কের একটি এটিএম কিয়স্কে আগুন জ্বলতে দেখে পুলিশ ও দমকলকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। দমকলের ১টি ইঞ্জিন এসে আগুন নেভানোর পর দেখা যায়, এটিএম মেশিনের পিছনের অংশ গ্যাস কাটার দিয়ে কাটা। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে পুলিশ ঘটনার কথা জানায়।

পুলিশ সূত্রে দাবি, প্রায় ১৩ লক্ষ টাকা লুঠ হয়েছে এটিএম থেকে। এটিএম কিয়স্কে কী থেকে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। গ্যাস কাটার দিয়ে এটিএম কাটার সময় ফুলকি থেকে আগুন লেগে থাকতে পারে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, ওই কিয়স্কে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। তদন্তে ঘটনাস্থলে আসেন লালবাজারের গোয়েন্দারাও। পুলিশ সূত্রে খবর, ওই কিয়স্ক ও আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।