কলকাতা: শহরে ফের নোভেল করোনা ভাইরাস সংক্রমের আতঙ্ক। আশঙ্কায় বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে গাঙ্গুলিবাগানের বাসিন্দাকে।

অন্যদিকে, সংক্রমণের আশঙ্কায় বেলেঘাটা আইডি হাসপাতালে গিয়েছিলেন ঢাকুরিয়ার বাসিন্দা দক্ষিণ কোরিয়া ফেরত গবেষক অনুভব আচার্য। তাঁকে বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। ওই যুবক দক্ষিণ কোরিয়ায় গবেষণার কাজে যুক্ত। চলতি মাসে তিনি দেশে ফেরেন। সম্প্রতি সর্দি-কাশিতে ভোগায় চিকিৎকের পরামর্শ নেন।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গতমাসে কর্মসূত্রে চিনে গিয়েছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি থাকা গাঙ্গুলিবাগানের যুবক। ভারতের প্রথম করোনা ভাইরাস আক্রান্ত কেরলের বাসিন্দার সঙ্গে একই বিমানে তিনি দেশে ফেরেন। শনিবার থেকে রাজ্য স্বাস্থ্য দফতরের পরামর্শে তাঁকে বাড়িতেই নজরবন্দি রাখা হয়। এরপর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে গাঙ্গুলিবাগানের ওই বাসিন্দাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।

অন্যদিকে, নৈহাটির এক বাসিন্দাকেও বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩। উহান ফেরত কেরলের বাসিন্দার শরীরে মিলল ভাইরাস।

বিশ্বের আরও ২৪টি দেশে হানা দিয়েছে এই চিনা ভাইরাস। আমেরিকায় আক্রান্ত ১১। আমেরিকা, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড,ইজরায়েল চিন ফেরত বিদেশিদের ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নোভেল করোনা ভাইরাসের আক্রমণে চিনে মৃতের সংখ্যা সাড়ে তিনশোরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। আক্রান্ত ১৭ হাজার ছাড়িয়েছে। হাসপাতালে ভর্তি প্রায় সাড়ে ৯ হাজার।