নয়াদিল্লি: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ফের চলল গুলি। বিশ্ববিদ্যালয়ের ৫ নম্বর গেটের বাইরে একটি বুলেট ছোঁড়া হয় বলে খবর। এতে আহত হননি কেউ। যদিও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে কোনও গুলির খোল পায়নি তারা।


এর আগে গত বৃহস্পতিবার রামভক্ত গোপাল নামে একজন জামিয়ায় সিএএ-এনআরসি বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় বলে অভিযোগ। এতে একজন আহত হন। শনিবার শাহিনবাগে ধর্নার কাছেও গুলি চলে। এর মধ্যে গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ ২ অপরিচিত ব্যক্তি স্কুটিতে করে জামিয়ার ৫ নম্বর গেটের বাইরে হাজির হয়। তাদের একজনের পরনে লাল জ্যাকেট ছিল। সেখানে তখন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন জামিয়ার কয়েকজন বর্তমান ও প্রাক্তন পড়ুয়া। একটি গুলি চালিয়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ করেছে জামিয়া কোঅর্ডিনেশন কমিটি।

পুলিশ জানিয়েছে, তারা এই দাবির সত্যতা খতিয়ে দেখছে। তবে গুলির কোনও খোল এখনও মেলেনি।


এক ছাত্র জানিয়েছেন, তাঁরা গুলির শব্দ পান। বেরিয়ে এসে দেখেন, দু’জন স্কুটিতে করে পালিয়ে গেল। ঘটনার পর পুলিশ এলে ক্রুদ্ধ পড়ুয়ারা তাদের এলাকা থেকে তাড়িয়ে দেন। কয়েকশো পড়ুয়া ও স্থানীয় মানুষ জড়ো হন বিশ্ববিদ্যালয়ের বাইরে, দিল্লি পুলিশের বিরুদ্ধে স্লোগান ওঠে। জামিয়া নগর পুলিশ স্টেশনের বাইরে শুরু হয় ধর্না।