গাড়ির ধাক্কায় মোটরবাইক থেকে ছিটকে সুকান্ত সেতুর নীচে পড়ে গেলেন আরোহী! রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Oct 2020 09:14 AM (IST)
রাত ২টো নাগাদ সন্তোষপুরের দিক থেকে সুলেখা মোড়ের দিকে বেপরোয়া গতিতে যাচ্ছিল একটি গাড়ি। উল্টোদিক থেকে মোটরবাইকে যাচ্ছিলেন এক দম্পতি।
কলকাতা: দুর্গাপুজোর রাতে শহরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় মোটর বাইক থেকে প্রায় উড়ে গিয়ে সেতুর নীচে পড়ে গেলেন আরোহী! ষষ্ঠীর রাতে যাদবপুর থানা এলাকার সুকান্ত সেতুতে দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মহিলা। তাঁর স্বামীও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল রাত ২টো নাগাদ সন্তোষপুরের দিক থেকে সুলেখা মোড়ের দিকে বেপরোয়া গতিতে যাচ্ছিল একটি গাড়ি। উল্টোদিক থেকে মোটরবাইকে যাচ্ছিলেন এক দম্পতি। অভিযোগ, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা মারে। এতটাই জোরে ধাক্কা মারে গাড়িটি যে, মোটরবাইকের পিছনে বসে থাকা মহিলা সেতু টপকে নীচের এক দোকানের ছাউনির ওপর ছিটকে পড়েন। আহত মহিলা ও তাঁর স্বামীকে স্থানীয়রাই ভর্তি করেন কেপিসি হাসপাতালে। গাড়ি চালক সহ দু’জনকে আটক করেছে যাদবপুর থানার পুলিশ।