কলকাতা: পুজোর আগে শেষ রবিবারও বৃষ্টিতে ভাসল মহানগরী। শনিবার রাতভর বৃষ্টির পর রবিবার সকালেও দেখা গেল না রোদের মুখ। বরং সাত সকালেই কালো মেঘে নামল সাঁঝ। দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু। সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস।
সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের উপরও সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তাকে আরও শক্তিশালী করেছে। প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। সেই কারণেই মালদা ও দুই দিনাজপুরে আজ অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার বা তার বেশি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ ও বীরভূমেও।
আগামী ৪৮ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যের আরও বেশ কিছু জেলায়। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায়। দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টি পূর্বাভাস। মালদা, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূমে আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।