কলকাতা: করোনা কাঁটা বিঁধে রয়েছে পুজোর আনন্দে। তার উপর অশনি সংকেত বৃষ্টির চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। অষ্টমী পর্যন্ত শহরে বৃষ্টির সম্ভাবনা। সপ্তমীর সকাল থেকেই দফায় দফায় শুরু হয়েছে বৃষ্টি। নিম্নচাপের জেরে সপ্তমীতে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে বইবে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃষ্টি এতটাই হতে পারে, যাতে শহরে জল জমে যাওয়ারও সম্ভাবনা।
অবশ্য কলকাতা পুরসভা পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি। বিভিন্ন জায়গার জল নিকাশি ব্যবস্থার দিকে নজর রাখা হচ্ছে। সংশ্লিষ্ট দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়েছে। এখন নিম্নচাপ সাগর দ্বীপ থেকে ৬০ কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে অবস্থান করেছে। আজ দুপুরে নাগাদ নিম্নচাপ সাগরদ্বীপ ও সুন্দরবনের মধ্যে অবস্থান করবে। এর প্রভাবে দক্ষিণেবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাপনা । উত্তরবঙ্গেও সামান্য বৃষ্টি বাড়বে। অষ্টমী অবধি চলতে পারে দুর্যোগ, মনে করছে আবহাওয়া দফতর।
সকাল থেকেই অবিরাম বৃষ্টি, আরও বড় দুর্যোগের সম্ভাবনা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Oct 2020 10:02 AM (IST)
কলকাতা পুরসভা পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি। বিভিন্ন জায়গার জল নিকাশি ব্যবস্থার দিকে নজর রাখা হচ্ছে। সংশ্লিষ্ট দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -