নয়াদিল্লি: প্রকাশিত হল আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশের ফল। আইএসসিতে দেশের সেরা কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজের ছাত্র দেবাঙ্গ অগ্রবাল এবং বেঙ্গালুরুর বিভা স্বামীনাথন। তাঁরা দু’জনেই ১০০ শতাংশ নম্বর পেয়েছেন। আইএসসি পরীক্ষায় এই প্রথম ১০০ শতাংশ নম্বর পেলেন কোনও পড়ুয়া।

আইসিএসই-তে দেশের দ্বিতীয় স্থানে কলকাতার ৩ পড়ুয়া। গার্ডেন হাইস্কুলের ছাত্রী অন্বেষা চট্টোপাধ্যায়,  ফ্র্যাঙ্ক অ্যান্থনি স্কুলের ছাত্র অভি সরাফ এবং কাঁকুড়গাছি পূর্বাঞ্চল বিদ্যামন্দিরের ছাত্র রাজ ঘোষ  ৯৯.৪০ শতাংশ নম্বর পেয়ে দেশের মধ্যে দ্বিতীয়। তৃতীয় স্থানে পার্ক সার্কাস ডন বস্কো স্কুলের ছাত্র উপায়ন দে। আইসিএসই-তে তৃতীয় স্থানে রাজ্যের ৭ পড়ুয়া।

আইসিএসই দশমে পাসের হার ৯৮.৫৪ শতাংশ। আইএসসি দ্বাদশে পাসের হার ৯৬.৫২ শতাংশ। ওয়েবসাইটে ফল জানা যাচ্ছে।