প্রয়াগরাজ: কুম্ভমেলায় ১৪ বছরের কমবয়সি কেউ হারিয়ে গেলে তাদের খুঁজে বার করার জন্য রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। এ বিষয়ে আজ উত্তরপ্রদেশের ডিজিপি ও পি সিংহ জানিয়েছেন, ‘কুম্ভে সবচেয়ে বেশি ভিড় হয়। আগামী ৫০ দিনে ১২ কোটিরও বেশি মানুষ আসবেন বলে মনে করা হচ্ছে। শিশুরা যাতে হারিয়ে না যায়, সেটা নিশ্চিত করার জন্য আমরা ১৪ বছরের কমবয়সিদের ক্ষেত্রে আরএফআইডি ট্যাগ ব্যবহার করব আমরা। এ বিষয়ে একটি মোবাইল সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছি আমরা। ৪০,০০০ আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হবে।’


উত্তরপ্রদেশের ডিজিপি আরও জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের জন্য কুম্ভ অঞ্চলে ১৫টি অত্যাধুনিক, ডিজিটাল কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এ বিষয়ে জেলা পুলিশ ও সোশ্যাল মিডিয়ার সাহায্যও নেওয়া হচ্ছে। এলইডি স্ক্রিনের মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে যেমন তথ্য দেওয়া হবে, তেমনই পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণাও করা হবে। যান নিয়ন্ত্রণের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।