নয়াদিল্লি: আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) কৃষকদের গাড়ি চাপা দিয়ে খুন করা সংক্রান্ত মামলায় অভিযুক্ত আশিস মিশ্র টেনির (Ashish Mishra Teni) জামিনের আর্জির শুনানি হতে চলেছে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির (Ajay Mishra Teni) ছেলে আশিসের জামিনের আর্জি মঞ্জুর করে ইলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। এই সিদ্ধান্তকে চ্যালঞ্জ জানিয়ে ২১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মৃত কৃষকদের পরিবারের লোকজন। সেই আবেদনেরই শুনানি হতে চলেছে আজ।
এর আগে সুপ্রিম কোর্ট নিযুক্ত তদন্ত কমিটি জানায়, লখিমপুর খেরিতে কৃষকদের চাপা দেওয়ার ঘটনায় ষড়যন্ত্র হয়েছে। ওই ঘটনায় আশিসকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিতও করা হয়।
যদিও ইলাহাবাদ হাইকোর্টে শুনানি চলাকালীন আশিসের আইনজীবী সলিল শ্রীবাস্তব দাবি করেন, ‘মন্ত্রীপুত্র নন, ওই দিন গাড়ি চালাচ্ছিলেন তাঁদের ড্রাইভার হরিওম মিশ্র। আত্মরক্ষায় গাড়ির গতি বাড়ানো হয়।’ চালকের অপরাধের সাজা কেন মালিক পাবেন, আদালতে এই প্রশ্নও তোলেন সলিল। এমনকী, হিংসা চলাকালীন গুলি চালানোর কোনও প্রমাণ মেলেনি বলেও দাবি করেন তিনি। চার্জশিট নিয়েও প্রশ্ন তোলেন অভিযুক্তের আইনজীবী। তিনি জানান, পুলিশ যে চার্জশিট জমা দিয়েছে, তাতে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দলের কোনও আধিকারিকের স্বাক্ষর নেই। তাই চার্জশিটটিকেই বেআইনি বলে দাবি করেন আইনজীবী।
কেন্দ্রীয় সরকারের জারি করা তিন কৃষি আইনের বিরোধিতায় দেশে যখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা, সেই সময় গত ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনকারী কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে আশিসের বিরুদ্ধে। ঘাতক গাড়িটি তাঁদের পরিবারের নামেই নথিভুক্ত ছিল এবং ঘটনার সময় গাড়ির চালকের আসনে আশিসই ছিলেন বলে দাবি করেন আন্দোলনকারী কৃষকরা। ওই ঘটনায় চারজন কৃষক, একজন সাংবাদিক-সহ মোট আটজনের মৃত্যু হয়। কিন্তু শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁর ছেলে।
এই ঘটনার পর বেশ কয়েকদিন গড়িমসি করে শেষপর্যন্ত আশিসকে গ্রেফতার করে পুলিশ। দাবি ওঠে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে তাঁর বাবাকে সরানোর। কিন্তু এখনও মন্ত্রী আছেন অজয়। এমনকী, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি-র হয়ে প্রচারেও দেখা যায় তাঁকে।