নয়াদিল্লি: দেশের আর্থিক বৃদ্ধির গতি শ্লথ হয়ে যাওয়ার জন্য রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকেই দায়ী করলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। তিনি বলেছেন, ‘ব্যাঙ্কগুলিতে নন-পারফর্মিং অ্যাসেট (এনপিএ) বাড়ার ফলে আর্থিক বৃদ্ধি শ্লথ হয়ে যাচ্ছে। এর কারণ হল, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রাজন এনপিএ চিহ্নিত করার নয়া উপায় চালু করেন। সেই কারণে ব্যাঙ্কগুলি শিল্পক্ষেত্রে ঋণ দেওয়া বন্ধ করে দেয়। তার ফলেই আর্থিক বৃদ্ধি হচ্ছে না।’
রাজীব আরও বলেছেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় এনপিএ-র পরিমাণ ছিল ৪ লক্ষ কোটি টাকা। ২০১৭-র মাঝামাঝি সময় সেটা ১০.৫ লক্ষ কোটিতে পৌঁছে যায়। সেটা রাজনের নীতির ফলেই হয়।’