নয়াদিল্লি: পরিবেশপ্রেমীদের জন্য সুখবর। মেরু অঞ্চলে ওজন স্তরে তৈরি হওয়া ওজন স্তরের ক্ষত সেরে উঠেছে। বিজ্ঞানী মহল সূত্রে এমনই খবর জানানো হয়েছে। বায়ুমন্ডলের ওজন স্তরের এই ক্ষত ছিল নজিরবিহীন। সেই ক্ষত নিরাময়ের খবর নিশ্চিত করেছে ক্লাইমেট চেঞ্চ সার্ভিস (সি৩এস) এবং ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট (ইসিএমডব্লুএফ)-এর কোপারনিকাস অ্যাটমোস্ফিয়ার মনিটরিং সার্ভিস (সিএএমএস)।
একটি পোস্ট শেয়ার করে ট্যুইটে জানানো হয়েছে, চলতি বছর উত্তর মেরুতে যে নজিরবিহীন ক্ষত দেখা দিয়েছিল, তা সেরে উঠেছে। মেরু ঘূর্ণাবর্ত ভেঙে যাওয়ার কারেই মেরু অঞ্চলে ওজোন-সম্বৃদ্ধ বায়ু এসে সেই ক্ষতি নিরাময় হয়েছে। সিএএমএস-এর গত সপ্তাহের পূর্বাভাসের সঙ্গে যা মিলে গিয়েছে।



গত মার্চেই বিজ্ঞানীরা উত্তর মেরু ওজোন স্তরে বড় ক্ষত নজরে এসেছিল বিজ্ঞানীদের। এত বড় ক্ষত এই অঞ্চলে এর আগে দেখা যায়নি বলেই মনে করা হচ্ছিল।
ওজোন স্তর পৃথিবীর পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সূর্য থেকে আসা অতিবেগুনী রশ্মি সহ একাধিক ক্ষতিকর রশ্মি আটকে যায় ওজন স্তরে। যার ফলে বায়ুমন্ডলে ভারসাম্য বজায় থাকে। তাই ওজোন স্তরে ক্ষতি পৃথিবীর পক্ষে খুবই উদ্বেগজনক বিষয়।