ট্রেন্ডিং

মাঝ আকাশে দুর্যোগের কবলে বিমান, অল্পের জন্য রক্ষা ২২৭ জনের, জরুরি অবতরণ

প্রচন্ড ঝড়ে রেলের ওভারহেড তারে গাছ ভেঙে আগুন

পুলিশে গ্রুপবাজি চলছে, উত্তরবঙ্গে প্রশাসনিক সভায় সরব মুখ্যমন্ত্রী

তৃণমূলের মদতেই মুর্শিদাবাদে দাঙ্গা, রিপোর্ট উল্লেখ করে দাবি বিজেপির

অপারেশন সিঁদুরের সাফল্যে তমলুকে শুভেন্দুর তিরঙ্গা যাত্রা
রাজ্য সরকারের নিয়োগ পদ্ধতিতে প্রধানমন্ত্রীর কতটা করণীয় আছে সেটা সকলেই জানেন: দেবশ্রী
স্বস্তির খবর, সেরে উঠেছে উত্তর মেরুর ওজোন স্তরের বড়সড় ক্ষত
পরিবেশপ্রেমীদের জন্য সুখবর। মেরু অঞ্চলে ওজন স্তরে তৈরি হওয়া ওজন স্তরের ক্ষত সেরে উঠেছে। বিজ্ঞানী মহল সূত্রে এমনই খবর জানানো হয়েছে। বায়ুমন্ডলের ওজন স্তরের এই ক্ষত ছিল নজিরবিহীন।
Continues below advertisement

নয়াদিল্লি: পরিবেশপ্রেমীদের জন্য সুখবর। মেরু অঞ্চলে ওজন স্তরে তৈরি হওয়া ওজন স্তরের ক্ষত সেরে উঠেছে। বিজ্ঞানী মহল সূত্রে এমনই খবর জানানো হয়েছে। বায়ুমন্ডলের ওজন স্তরের এই ক্ষত ছিল নজিরবিহীন। সেই ক্ষত নিরাময়ের খবর নিশ্চিত করেছে ক্লাইমেট চেঞ্চ সার্ভিস (সি৩এস) এবং ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট (ইসিএমডব্লুএফ)-এর কোপারনিকাস অ্যাটমোস্ফিয়ার মনিটরিং সার্ভিস (সিএএমএস)।
একটি পোস্ট শেয়ার করে ট্যুইটে জানানো হয়েছে, চলতি বছর উত্তর মেরুতে যে নজিরবিহীন ক্ষত দেখা দিয়েছিল, তা সেরে উঠেছে। মেরু ঘূর্ণাবর্ত ভেঙে যাওয়ার কারেই মেরু অঞ্চলে ওজোন-সম্বৃদ্ধ বায়ু এসে সেই ক্ষতি নিরাময় হয়েছে। সিএএমএস-এর গত সপ্তাহের পূর্বাভাসের সঙ্গে যা মিলে গিয়েছে।
গত মার্চেই বিজ্ঞানীরা উত্তর মেরু ওজোন স্তরে বড় ক্ষত নজরে এসেছিল বিজ্ঞানীদের। এত বড় ক্ষত এই অঞ্চলে এর আগে দেখা যায়নি বলেই মনে করা হচ্ছিল।
ওজোন স্তর পৃথিবীর পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সূর্য থেকে আসা অতিবেগুনী রশ্মি সহ একাধিক ক্ষতিকর রশ্মি আটকে যায় ওজন স্তরে। যার ফলে বায়ুমন্ডলে ভারসাম্য বজায় থাকে। তাই ওজোন স্তরে ক্ষতি পৃথিবীর পক্ষে খুবই উদ্বেগজনক বিষয়।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে