নয়াদিল্লি: করোনা সংকটের মধ্যেই আশার আলো। ভারতেই তৈরি হবে করোনার ভ্যাকসিন। অক্সফোর্ড বিশ্ববিদ্যলয়ের তৈরি ভ্যাকসিন ভারতে উত্পাদনের পরিকল্পনা ঘোষণা করল ভারতের সেরাম ইনস্টিটিউট। আগামী দুই-তিন সপ্তাহের মধ্যেই উত্পাদনের কাজ শুরু হয়ে যাবে।
মানব শরীরে ভ্যাকসিনের সফল প্রয়োগের পর ইন্সস্টিটিউট আগামী অক্টোবরেই তা বাজারে আনবে। এক্ষেত্রে পুণের এই কোম্পানি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মিলিয়েছে। বিশ্বের যে সাতটি সংস্থা এই ভ্যাকসিন উত্পাদন করবে, সেগুলির মধ্যে অন্যতম সেরাম ইন্সস্টিটিউট।
অতীতেও ম্যালেরিয়ার ভ্যাকসিন প্রকল্পে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার নজির রয়েছে সেরাম ইন্সস্টিটিউটের।
উল্লেখ্য, অক্সফোর্ড যে ভ্যাকসিন তৈরি করতে চলেছে, তার ভিত্তি হল জেনেটিকভাবে তৈরি শিম্পাঞ্জি ভাইরাস। সেরাম ইন্সস্টিটিউটের এসআইআই আদর পুনাওয়ালা জানিয়েছেন, ইন্সস্টিটিউটের দল অক্সফোর্ডের ড. হিলের সঙ্গে কাজ করছে।
আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন উত্পাদন শুরু হবে।
প্রথম ছয় মাসে ৫০ লক্ষ উত্পাদনের লক্ষ্য। পরে প্রতিমাসে ১ কোটি করে উত্পাদন বাড়ানো যেতে পারে।
কোভিড-১৯ ভ্যাকসিন বাজারে আসবে সেপ্টেম্বর-অক্টোবরে। তবে অবশ্যই সফল পরীক্ষার পর। ভারতের এই ভ্যাকসিনের পরীক্ষা পরবর্তী ২-৩ সপ্তাহের মধ্যে শুরু হতে পারে বলে আশা।
ইংল্যান্ডে সেপ্টেম্বর-অক্টোবর মাসে ক্লিনিক্যাল ট্রায়ালের সাফল্যের অনুমানের ভিত্তিতে সেরাম ইন্সস্টিটিউট উত্পাদন শুরু করবে।
করোনা ভ্যাকসিন তৈরিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যলয়ের সঙ্গে হাত মেলাল ভারতের সেরাম ইনস্টিটিউট, বিস্তারিত দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Apr 2020 06:58 PM (IST)
করোনা সংকটের মধ্যেই আশার আলো। ভারতেই তৈরি হবে করোনার ভ্যাকসিন। অক্সফোর্ড বিশ্ববিদ্যলয়ের তৈরি ভ্যাকসিন ভারতে উত্পাদনের পরিকল্পনা ঘোষণা করল ভারতের সেরাম ইনস্টিটিউট।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -