নয়াদিল্লি: ধর্ষণে এবার আরও কঠোর শাস্তির পথে হাঁটল ভারত। প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস আইনের সংশোধনী বিলে ধ্বনি ভোট দিয়ে লোকসভার সাংসদরা জানিয়ে দিলেন, শিশুধর্ষণে তাঁরা সর্বোচ্চ শাস্তি কায়েম করার পথেই। রাজ্যসভায় পকসো আইনের সংশোধনী বিল পাস হয়েছিল আগেই, এবার লোকসভায়ও তা সর্বজনের সম্মতিতে পাস হল। এবার কেবল রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষা।


বৃহস্পতিবার পকসো সংশোধনী বিলের বিতর্কে অংশগ্রহণ করে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, এমন অপরাধ মেয়ে এবং ছেলে নির্বিশেষে সর্বক্ষেত্রেই সমানভাবে বিচার্য্য। এই বিলে স্পষ্ট করে দেওয়া হয়েছে, নীল ছবিতে শিশুদের ব্যবহার দণ্ডনীয় অপরাধ। স্মৃতি ইরানি আরও বলেন, এই সংশোধনী বিল ভোট ব্যাঙ্কের জন্য নয়, ভারতের ভবিষ্যতের জন্য।


প্রসঙ্গত, দলমত নির্বিশেষে লোকসভায় উপস্থিত সকল সদস্যই বৃহস্পতিবার এই সংশোধনী বিলের সমর্থনে ভোট দেন। যদিও কয়েকজন সাংসদ এই বিলকে স্ট্যান্ডিং কমিটি-তে পাঠানোর জন্য সওয়াল করলেও তাঁরা বিরোধিতা করেননি। উল্লেখ্য, বিতর্কে সামিল হয়ে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সাংসদ হনুমান বেনিওয়াল বলেন এমন জঘন্য অপরাধে দোষীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। আরও একধাপ এগিয়ে বিজেপি সাংসদ কিরণ খের বলেন, এমন বর্বরোচিত অপরাধ যারা সংঘঠিত করে, তাদের রসায়নিক ব্যবহার করে নপুংসক করে দেওয়া হোক।