নয়াদিল্লি: লাভা ইন্টারন্যাশনাল লিমিটেড তাদের নতুন স্মার্টফোন Lava Z53 বাজারে নিয়ে এল। এই ফোনের দাম ৪,৮২৯ টাকা। এন্ট্রি লেভেল এই স্মার্টফোন ক্রেতারা ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ও অফলাইন স্টোরগুলিতে থেকে কিনতে পারেন। নতুন এই Lava Z53 প্রিমজ রোজ ও প্রিজম ব্লু-এই রঙের।
নয়া Lava Z53 তে রয়েছে এইচ ডি রেজোলিউশন সহ 6.1 ইঞ্চি ডিসপ্লে। এতে রয়েছে ডিউড্রপ আইপিএস প্যানেল। এই প্যানেল খুবই ভালো বলে মনে করা হচ্ছে। এতে ব্যবহারকারীদের ভিডিও ও ফটো দেখার ক্ষেত্রে অনুভূতি ভালো হবে।
পারফরম্যান্সের জন্য রয়েছে 1.4GHz কোয়াডকোর প্রোসেসর। এই ফোনে রয়েছে 1GB/2GB RAM-এর বিকল্প। এই ফোনে রয়েছে ফেস আনলক সাপোর্ট, যা মাত্র ০.৪ সেকেন্ডে ফোন আনলক করতে পারে।
ফটোগ্রাফির জন্য এই ফোনে রিয়ার প্যানেলে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এই অ্যান্ড্রয়েড ফোন ৯ পাই ওএএস সিস্টেমে কাজ করে।
এই ফোনে রয়েছে 4120mAh ব্যাটারি। কোম্পানির দামি, ফুল চার্জ হওয়ার পর দুই দিন চলতে পারে। শুধু তাই নয়, ফুল চার্জে ৩৫ ঘন্টা পর্যন্ত ভয়েস কলিং করা যেতে পারে।
গ্রাহকদের জন্য নয়া Lava Z53 স্মার্টফোনে রিলায়েন্স জিও-র অফারও দেওয়া হচ্ছে। এই অফারে গ্রাহকরা ১২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ও ৫০ জিবি ডেটা পাবেন। দাম ও ফিচারের পরিপ্রেক্ষিতে এটি গ্রাহকদের অনেকের কাছেই খুবই ভালো বিকল্প হতে পারে।