নাসিক: রাতে ঘরের মেঝেতে মশারির নীচে ঘুমচ্ছিল দুই সন্তান। সকালে মা উঠে দেখেন, দুই সন্তানের পাশে নিশ্চিন্তে নিদ্রায় রয়েছে আরও এক সন্তান। তবে মানুষের নয়, চিতাবাঘের।


ঘটনাটি মহারাষ্ট্রের নাসিকের উপজাতি-অধ্যুষিত ইগতপুরি মহকুমার অন্তর্গত ধমনগাঁওয়ের। এই দৃশ্য দেখেই আঁতকে ওঠেন মা। সঙ্গে সঙ্গে পাড়া-প্রতিবেশীদের ডাকেন। বন দফতরের আধিকারিক গোরক্ষনাথ যাদব জানান, কোনও ফাঁকে সাড়ে তিনমাসের চিতাবাঘটি ঘরে ঢুকে মশারীর ফাঁক দিয়ে ঘুমন্ত শিশুদের পাশে ঘুমিয়ে পড়ে।


তিনি বলেন, এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ মণীষা বার্দে দেখেন, চিতাবাঘের শাবকটি দুই শিশুর পাশে ঘুমোচ্ছে। শাবকটি যাতে না জেগে যায়, তার জন্য সতর্ক হয়ে, নিজের দুই সন্তানকে মশারীর মধ্যে থেকে বের করে এনে সদর দরজা বাইরে থেকে দিয়ে প্রতিবেশীদের জড়ো করেন। পরে, বন দফতরের আধিকারিকরা এসে চিতাবাঘের শাবকটিকে নিয়ে যান।