শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস দমন অভিযানে বিরাট বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর ঝুলিতে। বদগাঁম জেলায় তাদের সঙ্গে এনকাউন্টারে খতম হল মোস্ট ওয়ান্টেড তকমা পাওয়া জঙ্গি নভিদ ঝাট। কয়েক মাস আগে কাশ্মীরের নামী সাংবাদিক সুজাত বুখারি হত্যায় জড়িত বলে অভিযুক্ত সে।
কাশ্মীরের প্রবীণ সাংবাদিক বুখারি ছিলেন রাইজিং কাশ্মীর সংবাদপত্রের সম্পাদক। গত জুনে তাঁকে শ্রীনগরের প্রাণকেন্দ্রে তাঁর দপ্তরের ঠিক বাইরে সন্ত্রাসবাদীরা গুলিতে ঝাঁঝরা করে দেয়।
এক পুলিশকর্তা জানিয়েছেন, বদগাঁমে জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়ে আজ সকালে সেখানে এলাকা কর্ডন করে ঘিরে ফেলে তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী। জঙ্গিরা তল্লাসি চালানো দলের জওয়ানদের ওপর গুলিবৃষ্টি করে। পাল্টা জবাব দেয় বাহিনীও। গুলির লড়াইয়ে নিহত হয় নভিদ ও আরও এক জঙ্গি।
এনকাউন্টারের খবরে যাতে অশান্তি, উত্তেজনা না ছড়ায়, সেজন্য আগাম সতর্কতা হিসাবে বদগাঁমে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
পাকিস্তানি বংশোদ্ভূত নভিদ গত ফেব্রুয়ারিতে শ্রীনগরের শ্রীমহারাজা হরি সিংহ হাসপাতাল থেকে পালিয়ে যায়।
সন্ত্রাসবাদীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত দক্ষিণ কাশ্মীরে সক্রিয় ছিল সে, ২০১৩ থেকে ২০১৪-র মধ্যে একাধিক সন্ত্রাসবাদী হামলায় হাত ছিল তার। পাকিস্তানের মুলতানের ট্রাকচালকের ছেলে নভিদের অবাধ বিচরণস্থল ছিল দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ, পুলওয়ামা, সোপিয়ান। পুলিশ জানিয়েছে, ২০১৪-র ১৯ সেপ্টেম্বর অনন্তনাগের সেমপোরা বিজবেহরায় গ্রেফতার হয় নভিদ। খুন, খুনের চেষ্টার দায়ে অভিযুক্ত করে তাকে বন্দি রাখা হয় শ্রীনগরের রায়নাওয়ারি জেলে। একাধিক সন্ত্রাসবাদী হামলার মামলায় তার খোঁজ চলছিল। পুলিশ সূত্রের খবর, আবু হানজুল্লা নামেও পরিচিত ছিল নভিদ। দুজন পুলিশকর্মী, এক এএসআই খুনেও ছিল সে। এক সন্ত্রাসবাদী হামলায় পাঁচ পুলিশকর্মী হত্যা ও দুই নাগরিকের মারাত্মক জখম হওয়ার ঘটনায়ও জড়িত ছ্লি সে।
কাশ্মীরে সাংবাদিক বুখারি হত্যায় অভিযুক্ত পাক বংশোদ্ভূত লস্কর জঙ্গি এনকাউন্টারে খতম, ফেব্রুয়ারিতে পালায় হাসপাতাল থেকে
Web Desk, ABP Ananda
Updated at:
28 Nov 2018 12:21 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -