নয়াদিল্লি: আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে আধারের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি এস আবদুল নাজিরের বেঞ্চ জানিয়েছে, আগেই সুপ্রিম কোর্ট আয়কর আইনের ১৩৯ এএ ধারা বহাল রেখেছে। তাই আধারের সঙ্গে প্যান সংযুক্ত করতেই হবে।

গত বছরের ২৬ সেপ্টেম্বর এক রায়ে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানায়, আধার সংবিধানগতভাবে বৈধ। আয়কর রিটার্নের ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল ফোন, স্কুলে ভর্তির ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। শীর্ষ আদালতের এই রায় সত্ত্বেও শ্রেয়া সেন ও জয়শ্রী সৎপতি নামে দুই ব্যক্তিকে ২০১৮-১৯ অর্থবর্ষে আধার-প্যান সংযুক্তি ছাড়াই আয়কর রিটার্ন দাখিল করার অনুমতি দেয় দিল্লি হাইকোর্ট। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র। আজ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষেই রায় দিল শীর্ষ আদালত।