নয়াদিল্লি: প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের মুকুটে নয়া পালক যুক্ত হল বুধবার। আমেরিকা, রাশিয়া, চিনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত তৈরি করল অ্যান্টি-স্যাটেলাইট (এ-স্যাট) মিসাইল বা উপগ্রহ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বুধবার, এই বিশেষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন মোদি বলেন, ভারত আজ মহাকাশে অন্যতম শক্তি। ভারতের পক্ষে আজ গর্বের দিন। তিনি জানান, একটি গোপন অপারেশন করা হয়েছিল। যার পোশাকী নাম ছিল ‘মিশন শক্তি’। এই অভিযানে, অ্যান্টি স্যাটেলাইট অস্ত্রে ধ্বংস করা হয়েছে কক্ষপথে থাকা বিকল হয়ে পড়া একটি কৃত্রিম উপগ্রহকে। মাত্র তিন মিনিটে গোটা অপারেশন শেষ হয়েছে। তিনি জানান, নিচু কক্ষপথে থাকা কোনও কৃত্রিম উপগ্রহকে মিসাইল দিয়ে গুঁড়িয়ে দেওয়া সহজ নয়। ফলত, এই সাফল্য বিরল কৃতিত্ব।
মোদি জানান, এ-স্যাট মিসাইল ভারতে তৈরি হয়েছে। নতুন শক্তিশালী ভারতবর্ষ কারও বিরুদ্ধে নয়। মহাকাশে অস্ত্র প্রতিযোগিতার বিপক্ষে ভারত, এই নীতির কোনও বদল হয়নি। দেশের ১৩০ কোটি মানুষের নিরাপত্তার জন্যেই আমাদের মহাকাশ গবেষণা বলেও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।
মোদি বলেন, ভারতের প্রযুক্তিগত উন্নতিই মহাকাশ গবেষণার মূল মন্ত্র। আজকের সাফল্য ভবিষ্যতে ভারতকে আরও বেশি সুরক্ষিত রাখবে। আধুনিক কারিগরী কৌশল ভবিষ্যতে উন্নতির পক্ষে প্রয়োজনীয়। এমন ভারতের স্বপ্ন দেখি, যা নিজের সময়ের থেকে এগিয়ে থাকবে।
এর আগে, এদিন সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে বসেছিল নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক। এরপরই টুইটারে মোদি জানান, তিনি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছেন।