LIVE UPDATE করোনাভাইরাস: কেরলে আক্রান্ত আরও ৬, কর্ণাটকে সংক্রমিত ৪

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Mar 2020 01:37 PM
করোনাভাইরাস: কেরলে আক্রান্ত আরও ৬, কর্ণাটকে সংক্রমিত ৪



কেরলে আরও ৬ জনের দেহে করোনাভাইরাসের প্রমাণ মিলল। মঙ্গলবার ট্যুইট করে এই কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এই নিয়ে কেরলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। অন্যদিকে,কর্ণাটকে কর্ণাটকে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সেরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু। তিনি জানিয়েছেন, ৪ জন করোনা-পজিটিভ হয়েছেন। তাঁদের পরিবারকে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের ওপর পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, আমি নাগরিকদের অনুরোধ করছি, এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে সাবধানতা অবলম্বন করে এবং সহযোগিতা করতে। এই দুই ঘটনা ধরে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭।
করোনাভাইরাস: 'গাঁধী সন্দেশ যাত্রা' পিছল কংগ্রেস




করোনা-ভাইরাসের জেরে আগামী ১২ তারিখ হতে চলা 'গাঁধী সন্দেশ যাত্রা' পিছিয়ে দিল কংগ্রেস। দলের ৯০ তম বর্ষপূর্তি উপলক্ষে এই যাত্রার সূচনা করতে উদ্যোগী ছিল কংগ্রেস। যাত্রা শুরু হওয়ার কথা ছিল আমদাবাদে। শেষ হওয়ার কথা ছিল ডান্ডিতে আগামী ৬ এপ্রিল।
করোনা সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি আরও ২




নোভেল করোনা সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি আরও ২। এদের মধ্যে একজন ইন্দোনেশিয়া, আরেকজন মালয়েশিয়া ফেরত। ২ জনকেই রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। পাশাপাশি, বেলেঘাটা আইডি-তে ভর্তি সৌদি আরব ফেরত মুর্শিদাবাদের বাসিন্দা যুবক সোয়াইন ফ্লু-তে আক্রান্ত। মুর্শিদাবাদের মৃত যুবক জিনারুল হকের সঙ্গে একই হোটেলে কাজ করতেন বেলেঘাটা আইডি-তে চিকিত্সাধীন যুবক। গতকাল করোনা সন্দেহে চারজনের সোয়াপ পরীক্ষা করা হয়। এদের মধ্যে তিনজনের রিপোর্ট নেগেটিভ। আরেকজনের নমুনা সঠিকভাবে সংগ্রহ করে পরীক্ষার জন্য ফের পাঠাতে বলা হয়েছে। অন্য দিকে, শরৎ বসু রোডের বেসরকারি হাসপাতালে ভর্তি ৬৭ বছরের বৃদ্ধের সোয়াপ পরীক্ষা আজও না হওয়ার সম্ভাবনা। তাঁকে বেলেঘাটা আইডি-তে স্থানান্তরিত করার ভাবনা হাসপাতাল কর্তৃপক্ষের।
করোনা: মণিপুরে বন্ধ ভারত-মায়ানমার আন্তর্জাতিক সীমান্ত




করোনা-আতঙ্কের জেরে মায়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করল ভারত। মঙ্গলবার এই কথা জানান মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেণ সিংহ। তিনি ট্যুইটে লেখেন, সাবধানতামূলক পদক্ষেপ হিসেবে মোরে অঞ্চলে ১ ও ২ নম্বর গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।

করোনা-আতঙ্কে ভারত সফর বাতিল ক্রিস হেমসওয়ার্থের



করোনা-আতঙ্কের জেরে আসন্ন ভারত সফর বাতিল করলেন জনপ্রিয় হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ। আগামী ১৬ তারিখ স্যাম হারগ্রাভ পরিচালিত নেটফ্লিক্স ছবি ‘এক্সট্র্যাকশন’-এর প্রচারের জন্য দুদিনের ভারত সফরে আসার কথা ছিল তাঁর। কিন্তু, অ্যাডভাইসরি জারি হওয়ায় সেই সফর বাতিল করলেন তিনি।
সম্প্রতি, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক নির্দেশিকা জারি করে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যথাসম্ভব জনসমাগম এড়িয়ে চলতে বা বাতিল করতে। আর যদি ওই সমাগম একান্তই করতে হয়, তাহলে আয়োজকদের যথাযথ সুরক্ষা-ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭। গতকালই, মহারাষ্ট্রে প্রথম করোনায়-আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলেছে।  পুণে শহরে একসঙ্গে দুজনের শরীরে ভাইরাসের প্রমাণ মিলেছে। একজন পুরুষ ও একজন মহিলা। ওই ২ জন সম্পর্কে আত্মীয়। সম্প্রতি তাঁরা দুবাই থেকে দেশে ফেরেন।
জানা গিয়েছে, গত ১ তারিখ দুজনে দুবাই থেকে ফেরেন। কারও মধ্যে সেই সময় কোনও উপসর্গের খোঁজ মেলেনি। কিন্তু, ৬ তারিখ একজনের হাল্কা উপসর্গ দেখা দিতে শুরু করে। ৮ তারিখ তাঁরা স্বাস্থ্য-পরীক্ষা করাতে আসেন। রক্তের নমুনা পরীক্ষা করাতেই করোনা প্রমাণিত হয়।
পুণে পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রামচন্দ্র হাঙ্কারে জানান, আক্রান্তদের পুরসভা-পরিচালিত নাইডু হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। দুজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। একইসঙ্গে, এই ক'দিনে এই দুজন যাঁদের সঙ্গে দেখা করেছেন, তাঁদের ওপর নজর রাখা হচ্ছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.