LIVE UPDATE: দিল্লি বিধানসভা নির্বাচন: বিকেল সাড়ে পাঁচটা পড়ল ভোট পড়ল ৫২.৯৫ শতাংশ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Feb 2020 05:57 PM

প্রেক্ষাপট

আজ দিল্লির বিধানসভা নির্বাচন। অরবিন্দ কেজরীবালের আপ, নাকি নরেন্দ্র মোদির বিজেপি আগামী ৫ বছরে দিল্লির শাসন কার হাতে থাকবে, তা ঠিক করে দেবে জনতা।সিএএ-এনপিআর-এনআরসি-র আবহে ৭০-টি আসনে পছন্দের প্রার্থী বেছে...More

ভোট দিলেন প্রিয়ঙ্কা গাঁধী, রবার্ট বঢরা ও ছেলে রাইহান। এইবছর প্রথমবার ভোট দিলেন রাইহান রাজীব বঢরা। লোধি এস্টেটের ১১৪ ও ১১৬ নম্বর বুথে ভোট দিলেন তাঁরা। ভোট দিয়ে এই নতুন ভোটারের বক্তব্য, ভাল লাগল গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে। প্রত্যেকেরই ভোটাধিকার প্রয়োগ করা উচিত। পাবলিক ট্রান্সপোর্ট পড়ুয়াদের জন্য সস্তা হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, আমি উন্নয়নের পক্ষে ভোট দিয়েছি। সবারই তাই করা উচিত।